ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দেবদাস মন্ডল নামের এক এনজিও কর্মী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে মহেশপুর উপজেলার চড়কতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দেবদাস সাতক্ষীরা জেলার শ্যামনগর গ্রামের নিতাই মন্ডলের ছেলে।
শামীম নামের স্থানীয় এক ব্যক্তি জানান, আজ সকাল ৬টার দিকে মহেশপুর শহর থেকে ব্র্যাকের কর্মী মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। চড়কতলা মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মোখোমুখি হলে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে ছিটকে পড়েন। এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর মাথা থেঁতলে যায় বলেও শামীম জানান।
এ বিষয়ে মহেশপুর থানার এএসআই হাবিব বলেন, `মহেশপুর উপজেলার চরকতলা মোড়ে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে মারা গেছে কি না, আমার জানা নেই। আমি এখনো পৌঁছাতে পারিনি।'
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক নাজমুল হোসেন বলেন, `সকালে মৃত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। আমরা ধারণা করছি ঘটনাস্থলেই তিনি মারা গেছেন।'