ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নায়েব আলী জোয়ারদারকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে জেলা শহরের আরাপপুর জামতলা এলাকায় নিজ বাড়ি থেকে র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তিনি গ্রেপ্তার হন।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, জেলা বিএনপির দলীয় কার্যালয় ও দলের সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গত ১৯ ও ২৪ আগস্ট সদর থানায় দুটি নাশকতার মামলার করা হয়। মামলার ১ নম্বর আসামি নায়েব আলী জোয়ারদার। শহরের আরাপপুর জামতলা এলাকায় নিজ বাড়িতে তাঁর অবস্থান করার খবরে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালান। তখন নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে বর্তমানে র্যাব ক্যাম্পে রাখা হয়েছে। তবে সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান আছে।
গত ৪ আগস্ট বিকেলে আওয়ামী লীগের মিছিল শেষে নেতা-কর্মীরা জেলা বিএনপির দলীয় কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের বাড়িতে অগ্নিসংযোগ করেন।