হোম > সারা দেশ > ঝিনাইদহ

অপহৃত সহপাঠীকে দ্রুত উদ্ধার এবং অপহরণকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সরকারি কেসি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আনিকা আশরাফ প্রমি অপহরণের শিকার হয়েছে। এ ঘটনায় তাকে দ্রুত উদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে তার সহপাঠীরা। আজ রোববার সকালে শহরের কেসি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান করে ঘণ্টাব্যাপী বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকে। 

গতকাল শনিবার কোচিং থেকে বাড়ি ফেরার পথে ওই শিক্ষার্থীকে অপহরণ করা হয়। 

অপহৃত প্রমির পিতা আশরাফুদ্দৌলা খোকন বলেন, ‘শনিবার বিকেলে আমার মেয়ে কোচিং থেকে বাড়ি ফিরছিল। শহরের নিউ একাডেমি স্কুলের সামনে আগে থেকেই ওত পেতে ছিল আবুজার গিফারী গাফফারসহ আরও কয়েকজন। প্রমি ওই স্থানে পৌঁছালে তারা জোর করে আমার মেয়েকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। আবুজার গিফারী গাফফার শৈলকূপা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক। সেই সময় প্রমি আর্তচিৎকারে করেছে। কেউ তাকে উদ্ধার করতে এগিয়ে আসেনি। আমি আমার মেয়েকে ফেরত চাই। আমি গাফফারের শাস্তি চাই।’ 

সানজানা ইসলাম ওহি নামে প্রমির এক সহপাঠী বলেছে, ‘প্রমি খুবই মেধাবী ছাত্রী। তার চলাফেরা খুব ভালো। আমাদের সহপাঠীকে যে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে গেছে, আমরা তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আমরা দ্রুত তার উদ্ধার ও দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।’ 

ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে শিক্ষার্থীরা প্রমিকে উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানায়। পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে তারা কর্মসূচি শেষ করে। 

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘অপহরণের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আমরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ 

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল

ভোট চুরির এমপি হতে চাই না: অ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী নিহত, বন্ধু আহত

হাদির মৃত্যু: ঝিনাইদহে আ.লীগের ২ নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা

ভেকুর সামনে শুয়ে পড়লেন ইটভাটার শ্রমিকেরা, বাধার মুখে ফিরে গেলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা