হোম > সারা দেশ > ঝিনাইদহ

কম্বল শুকাতে দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল ২ জন মিটার রিডারের

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

ভাড়া বাসায় থাকতেন পল্লী বিদ্যুতের দুজন মিটার রিডার। শীতের প্রস্তুতির জন্য কম্বল পরিষ্কার করে তারের ওপর শুকাতে দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেলেন তাঁরা। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কামান্না গ্রামে। 

নিহতরা হলেন রাজবাড়ীর পাংশা উপজেলার রাজ্জাক সর্দারের ছেলে আসাদ সর্দার (২০) ও মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিবরামপুর গ্রামের শামীমুল হকের ছেলে এনামুল হক (২৫)। তাঁরা কামান্না গ্রামের মহিউদ্দিন বিশ্বাসের বাসায় ভাড়া থাকতেন। স্থানীয় পল্লী বিদ্যুতের হাটফাজিলপুরের সাব জোনাল অফিসে কর্মরত ছিলেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঠাকুর দাস মণ্ডল বলেন, ‘এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করা হবে। যদি তাঁদের পরিবার মরদেহ চায় তাহলে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে তা হস্তান্তর করা হবে।’ 

কামান্না গ্রামের বাসিন্দা মমতাজ বেগম বলেন, ‘আজ সকালে আমার ভাতিজি আমাকে বলে দুজন লোক মরে রয়েছে বাড়ির উঠানে। এরপর এসে দেখি বিদ্যুতের তারে কম্বল নাড়া আছে আর উঠানে দুজন লোক পড়ে আছে। তাঁরা শীতের জন্য কম্বল পরিষ্কার করে নেড়ে দিচ্ছিলেন।’ 

ঝিনাইদহ পল্লী বিদ্যুতের জি এম মো. ইমদাদুল ইসলাম বলেন, ‘ভাড়াবাড়ির উঠানে বিদ্যুতের পুরোনো তারে কম্বল শুকাতে দেওয়ার সময় বাড়ির সাইড লাইনের বিদ্যুতের তার উঠানের তারটির সঙ্গে লেগে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে আমাদের দুজন মিটার রিডার মারা গেছেন।’

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল