হোম > সারা দেশ > ঝিনাইদহ

সেনাপ্রধানের ভাষণের পর ঝিনাইদহ শহরে শিক্ষার্থীদের রং খেলা

ঝিনাইদহ প্রতিনিধি

চলমান পরিস্থিতি নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার–উজ–জামানের বক্তব্য ঘিরে ঝিনাইদহে বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় অবস্থান নিয়েছে শিক্ষার্থীসহ আন্দোলনকারীরা এবং তাদের সঙ্গে ছিল সাধারণ মানুষ। আজ সোমবার বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা শহরের হামদহ মোড় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে। তাদের দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে কেন্দ্রীয় ঘোষিত এক দফা দাবির পক্ষে স্লোগান দিতে থাকে। পরে তারা শহরের পায়রা চত্বরে অবস্থান নেয়।

তাদের অবস্থান চলাকালে বেলা ১টার দিকে শুরু হয় বৃষ্টি। এর মধ্যেই শিক্ষার্থীরা অবস্থান নেয় পায়রা চত্বরে। পরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার–উজ–জামানের ভাষণ ঘিরে তাদের সঙ্গে আরও যোগ দিতে থাকে সর্বস্তরের মানুষ। তখনো তারা এক দফা দাবির পক্ষে স্লোগান অব্যাহত ছিল। তবে মিছিলের আগে ও পরে এবং বর্তমান সময় পর্যন্ত শহরে দেখা যায়নি পুলিশ কিংবা জেলা প্রশাসনের কোনো কর্মকর্তাদের। তবে শহরে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে সবাইকে সেনাপ্রধানের ভাষণ শোনার জন্য মাইকিং করা হচ্ছে।

এদিকে শিক্ষার্থীরা শহরের পায়রা চত্বরে বৃষ্টির মধ্যেই সেনাপ্রধান বক্তব্য দেবেন—এ কথা শুনে রং খেলায় মেতে ওঠে। অনেকেই উঁচু উঁচু স্থানে উঠে জাতীয় পতাকা ওড়াচ্ছে। এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘আমরা আশাবাদী, সেনাপ্রধান যে বক্তব্য দেবেন—এতে আমাদের দাবির প্রতিফলন হবে।’

ঝিনাইদহে ট্রেনে পাথর নিক্ষেপ, ৪ তরুণ আটক

আচরণবিধি ভঙ্গ করায় কৃষক দল নেতাকে জরিমানা

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা