হোম > সারা দেশ > ঝিনাইদহ

স্ত্রীর ওপর অভিমান করে বিষপানের অভিযোগ, ২০ ঘণ্টা পর স্বামীর মৃত্যু

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে বিষপান করার ২০ ঘণ্টা পর সাগর হোসেন (২৮) নামের এক যুবক মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। স্ত্রীর ওপর অভিমান করে তিনি বিষপান করেন বলে জানান স্বজনেরা। পুলিশ আজ শনিবার সকালে সাগরের লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) শারমিন আক্তার। তিনি বলেন, ‘এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

সাগর কোটচাঁদপুরের বলাবাড়িয়া গ্রামের পশ্চিম পাড়ার নুর ইসলামের ছেলে।

সাগরের চাচাতো ভাই সবুজ কাহার ও প্রতিবেশী শাহিন হোসেন বলেন, তিন বছর আগে মহেশপুরের মালাধারপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে কাজলীর সঙ্গে সাগরের বিয়ে হয়। সাগরের পরিবার গরিব হওয়ায় বিয়ের প্রথম দিক থেকেই মেয়ে দিতে অস্বীকৃতি জানায় কনেপক্ষ। এ নিয়ে মামলা হলে তা মীমাংসা করে স্ত্রীকে নিয়ে আসেন সাগর। তাঁদের দুই বছর বয়সী ছেলে সন্তান রয়েছে। গত রমজান মাসের আগে তাঁর স্ত্রী বাবার বাড়িতে চলে যান। সাগর একদিন পরপর স্ত্রীকে আনতে যেতেন শ্বশুর বাড়ি। সর্বশেষ গত বৃহস্পতিবার স্ত্রী কাজলীকে আনতে যান সাগর। ওই দিন তাঁর স্ত্রী না আসায় পরের দিন সকালে তিনি বিষপান করেন।

স্বজনেরা সাগরকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাঁর অবস্থা দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর সদর হাসপাতালে পাঠান চিকিৎসকেরা। এরপর ২০ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়ে ওই হাসপাতালে রাত ৩টার দিকে তিনি মারা যান বলে সবুজ ও শাহিন জানান।

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল