হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আহত রিমার মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৭ 

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় আহত রিমা খাতুন (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে। 

আজ শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান রিমার স্বজনেরা। তিনি কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের রুবেল হোসেনের স্ত্রী। 

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কোটচাঁদপুর পৌর কাশিপুর ডিগ্রি কলেজের সামনে মাইক্রোবাস, লেগুনা ও ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় কোটচাঁদপুরের এলাঙ্গী গ্রামের তোরাব আলীর নাতনি খুকুমণি (৭) ও দেড় মাস বয়সী নাতিন শিশু রাফান।

কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায় কালিগঞ্জ উপজেলার ঘিঘাটি গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ভ্যানচালক সলেমান (৬০)। এরপর যশোর হাসপাতালে মারা যায় তোরাবের স্ত্রী শিউলি খাতুন (৫০), কালিগঞ্জ উপজেলার তিলেচানপুর গ্রামের মাজেদ শেখের ছেলে টিটু শেখ। আর ঢাকায় নেওয়ার পথে মারা যান ব্রাহ্মণবাড়িয়া গ্রামের সরাইল থানার বৈশামারিয়া গ্রামের নুর আলীর ছেলে আলামিন (৬৫)। 

দুর্ঘটনায় আহত রিমা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে (খুমেক) নিয়ে যান স্বজনেরা। তাঁর অবস্থা অবনতি হলে রাতেই ঢামেকে নিয়ে যাওয়া হয়।

শুক্রবার বেলা ১১টার সময় রিমা খাতুন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিমা খাতুন। বিষয়টি নিশ্চিত করেছেন রিমার স্বামী রুবেল হোসেন। 

রিমার মৃত্যুর পর ওই ঘটনায় একই পরিবারের চার সদস্যের মৃত্যু হলো। এ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল সাতজনে। তাঁরা প্রত্যেকে ছিলেন ভ্যানযাত্রী। এদিকে পরিবারের একে একে চার সদস্যের মৃত্যুতে ওই পরিবারে চলছে শোকের মাতম। 

বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় থানায় মামলা হয়েছে। এলাঙ্গী গ্রামের তোরাব আলী বাদী হয়ে কোটচাঁদপুর থানায় মামলাটি করেছেন।

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল