হোম > সারা দেশ > ঝিনাইদহ

ইউনিফর্ম না থাকায় শতাধিক শিক্ষার্থীকে পরীক্ষা দিতে দিলেন না অধ্যক্ষ

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

কলেজ নির্ধারিত ইউনিফর্ম পরে না আসায় ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের শতাধিক শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয়েছে। পরীক্ষায় অংশ নিতে না দিয়ে তাদের বাইরে দাঁড় করিয়ে রাখা হয় বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছে। 

ঘটনাটি ঘটেছে রোববার (১১ জুন) একাদশ শ্রেণির আইসিটি পরীক্ষা চলাকালে। 

খোঁজ নিয়ে জানা যায়, শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ৪ শতাধিক পরীক্ষার্থী অংশ নিচ্ছে। 

একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুসলিমা হাসান জানায়, দরজির ব্যস্ততা এবং বাজারে কাপড় না পাওয়ায় অনেকেই সময়মতো পোশাক তৈরি করতে পারেনি। রোববার তাদের ছিল আইসিটি পরীক্ষা। পরীক্ষায় অংশ নিতে নির্ধারিত কক্ষে তারা যায়। পরে অধ্যক্ষ ইউনিফর্ম পরে না আসা শিক্ষার্থীদের পরীক্ষার হল থেকে বের করে দেন। বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি। 

এ ব্যাপারে এক শিক্ষার্থীর অভিভাবক আব্দুর রহমান জানান, তাঁর মেয়ে মোবাইল ফোনে তাঁকে জানায়, পোশাক না পরে আসায় তাকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস সোবহান বলেন, দীর্ঘদিন ধরে কলেজের শিক্ষার্থীদের ড্রেস কোড মেনে ইউনিফর্ম পরে আসার জন্য বলা হচ্ছে। কিন্তু অনেক শিক্ষার্থী তা মানছে না। এ কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন। ইউনিফর্ম না থাকায় শতাধিক শিক্ষার্থীকে তিনি পরীক্ষায় অংশ নিতে দেননি।

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল