হোম > সারা দেশ > ঝিনাইদহ

মুয়াজ্জিনের ফতোয়া দেওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষ, বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

ঝিনাইদহ প্রতিনিধি 

সংঘর্ষে সাতগাছী গ্রামে দুই বাড়িতে আগুন দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাতগাছী গ্রামে মুয়াজ্জিনের ফতোয়া দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ৭ জন আহত হয়েছেন।

এ সময় অন্তত ৩০টি বাড়ি ভাঙচুর করা হয় এবং দুটি বাড়িতে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর সাতগাছী গ্রামের মসজিদের মুয়াজ্জিন ইমাম হাকিম মোল্লা গান-বাজনা হারাম বলে ফতোয়া দেন। যা নিয়ে গ্রামে দুই গ্রুপের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এরপর তা ছড়িয়ে পড়ে জেলা কৃষক দলের আহ্বায়ক ওসমান আলী ও শৈলকুপা থানা বিএনপির সহসভাপতি খলিলুর রহমানের সমর্থকদের মধ্যে। গতকাল রাতে এই দুই গ্রুপের পাল্টাপাল্টি ধাওয়া হয়।

আজ শনিবার ফের সকাল থেকে দুপুর পর্যন্ত এই দুই গ্রুপের মধ্যে সাতগাছী গ্রামে পাল্টাপাল্টি ধাওয়া চলে। এ সময় উভয় পক্ষের অন্তত ৩০ টি বাড়ি ভাঙচুর করা হয়। তখন দুটি বাড়িতে আগুন দেওয়া হয়। এই সংঘর্ষে ৭ জন আহত হয়।

রাত ৮টা পর্যন্ত গ্রামের বিভিন্ন মোড়ে মোড়ে ও মাঠে ধারালো অস্ত্র, ঢাল সড়কি, ব্যাগ ভর্তি ইট নিয়ে দুই পক্ষের লোকজনদের অবস্থান করতে দেখা গেছে।

এ বিষয়ে জানতে জেলা কৃষক দলের আহ্বায়ক ওসমান আলী ও শৈলকুপা থানা বিএনপির সহসভাপতি খলিলুর রহমানের মোবাইল ফোনে কল দিলে ফোন বন্ধ পাওয়া যায়।

সংঘর্ষ চলাকালে বাড়ি ভাঙচুর করা হয়। ছবি: আজকের পত্রিকা

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল