হোম > সারা দেশ > ঝিনাইদহ

গণ-অভ্যুত্থানের সরকার সিদ্ধান্ত নিচ্ছে এককভাবে: রাশেদ খান

ঝিনাইদহ প্রতিনিধি

নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রতিক্রিয়ায় ঝিনাইদহে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। ছবি: আজকের পত্রিকা

‘গণঅধিকার পরিষদ অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূসের পদত্যাগ চায়নি। আমরা সরকারের ভুলগুলো ধরিয়ে দিতে চেয়েছি। আমরা একটিবারের জন্যেও পদত্যাগ চাইনি। কিন্তু সরকারপ্রধান পদত্যাগের নাটক করেছেন। এটা জনগণের সঙ্গে ইমোশনালি ব্ল্যাকমেল করা হয়েছে।’

নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রতিক্রিয়ায় আজ বুধবার (১১ জুন) সকালে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান এসব কথা বলেন। নির্বাচনী ভাবনা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি।

সংবাদ সম্মেলনে রাশেদ খান বলেন, সরকার তার সফলতার কথা বলছে, কিন্তু তাদের অসংখ্য ব্যর্থতা রয়েছে তা বলছে না। ব্যর্থতা উত্তরণে তারা কী করতে চায়, তা বলছে না। এ সরকার গণ-অভ্যুত্থানের সরকার। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে গঠিত সরকার। কিন্তু এ সরকার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জনগণ ও দেশের স্টেকহোল্ডার ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিচ্ছে না। তারা এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে। তাদের একক সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি স্বৈরাচার সরকারপ্রধান শেখ হাসিনার চরিত্রকে মনে করিয়ে দেয়। আলাপ-আলোচনা ছাড়া কোনো সিদ্ধান্ত নিলে তা গ্রহণযোগ্য হবে না। তিনি বলেন, ‘আমরা চাই গণ-অভ্যুত্থানের সরকার হবে ১৮ কোটি মানুষের সরকার।’ 

গণঅধিকার পরিষদের নেতা বলেন, ‘সরকারপ্রধান বলেছিলেন, প্রতি মাসে সরকারের কর্মকর্তা ও উপদেষ্টারা তাঁদের সম্পদের হিসাব দেবেন। কিন্তু গত ১০ মাসে একটিবারের জন্যও কেউ তাঁদের সম্পদের হিসাব দেননি। কিন্তু কয়েকজন উপদেষ্টার এপিএসের এনআইডি লক করা হলো। তাঁদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হলো। তাঁদের বিদেশ যেতে নিষেধাজ্ঞা জারি হলো, এসবই নাটক। সরকারের একজন নারী উপদেষ্টার বিরুদ্ধে লুটপাটের অভিযোগ উঠেছে, কিন্তু সরকার তদন্ত করছে না।’ 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সাখাওত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি আব্দুল আল মামুন, সাধারণ সম্পাদক রিহান হোসেন (রায়হান), যুব অধিকার পরিষদ নেতা রকিবুল হাসান, পৌর গণঅধিকার পরিষদের সভাপতি মাহফুজুর রহমান ও সদর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি হালিম পারভেজ।

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল