হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে শিশু হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ডাদেশ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে শিশু হত্যা মামলায় আসাদুল ইসলাম (৩৮) নামের এক যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্দুল মতিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসাদুল ইসলাম উপজেলার কাপাশহাটিয়া গ্রামের শাহজাহান মণ্ডলের ছেলে। রাষ্ট্রপক্ষের এপিপি অজিত কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। 

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার কাপাশপাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র আসাদ হোসেন ২০১৩ সালের জুলাই মাসের ১২ তারিখ বিকেলে বাড়ির পাশে খেলাধুলা করা অবস্থায় নিখোঁজ হয়। পরে ওই মাসেরই ১৮ তারিখ সকালে পার্শ্ববর্তী শিশেরদাড়ি মাঠের পাটখেত থেকে শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের মা আরজিনা খাতুন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হরিণাকুণ্ডু থানায় হত্যা মামলা করেন। সেই মামলায় তদন্ত শেষে পুলিশ ২০১৪ সালের ১৭ জানুয়ারি আসাদুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আসাদুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।

জানা গেছে, এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা করেছিল আসাদুল ইসলাম। সেই ঘটনায় গ্রাম্য সালিসে তাঁকে জরিমানা করা হয়। তখন শিশু আসাদের বাবা দুলাল হোসেন তাঁকে চড়থাপ্পড় মেরেছিলেন। সেই ক্ষোভে শিশু আসাদকে হত্যা করেন আসাদুল।

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল