ঝিনাইদহের মহেশপুরে ভাত খাওয়া নিয়ে তর্কের একপর্যায়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ সোমবার বেলা ১১টার দিকে কাজিরবেড় ইউনিয়নের পলিয়ানপুর গ্রামের পূর্বপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত জামাল হোসেন (২৬) ওই এলাকায় মাজারুল ইসলাম ওরফে মোজাম্মেল হোসেনের ছেলে।
প্রতিবেশীরা জানান, ঘটনার সময় বড় ভাই উজ্জ্বল হোসেন ছুরি দিয়ে পেয়ারা কাটছিলেন। এ সময় ছোট ভাই জামাল ভাত খাচ্ছিলেন। তখন উজ্জ্বল ছোট ভাইকে বলেন, ‘তুই কাজ করিস না, শুধু বসে বসে খাস।’ এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে বড় ভাই উজ্জ্বল ছোট ভাই জামালের বুকে ও পিঠে ছুরিকাঘাত করলে তিনি ঘটনাস্থলে মারা যান।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।