হোম > সারা দেশ > ঝিনাইদহ

অনুরোধের পরও সংসদ সদস্যের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণার অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি

নির্বাচন কমিশনের অনুরোধের পরও ঝিনাইদহের সংসদ সদস্য মো. আব্দুল হাইয়ের বিরুদ্ধে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার লিখিত অভিযোগের ভিত্তিতে এক চিঠিতে তাঁকে নির্বাচনী প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানায় নির্বাচন কমিশন। কিন্তু সেই অনুরোধ না মেনেই সভা-সমাবেশ করে যাচ্ছেন তিনি। 

জানা গেছে, গতকাল শনিবার সন্ধ্যায়ও তিনি শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের হাট ফাজিলপুর বাজারে এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন। এ সময় তিনি উপস্থিত সবাইকে নৌকার পক্ষে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। 

এর আগে গত ১২ ডিসেম্বর শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. হেলাল প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদনটি করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই নির্বাচনী বিধি লঙ্ঘন করে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোক্তার হোসেন মৃধার পক্ষে সভা-সমাবেশ করছেন। যদিও আবেদনের পরদিনই সাংসদ আবারও সমাবেশ করেন। সমাবেশে সাংসদ নৌকার প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। 

মো. হেলাল উদ্দিন বলেন, ‘এই নির্বাচনে সংসদ সদস্য আব্দুল হাই বর্ধিত সভার নামে নৌকার পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছেন। একজন সংসদ সদস্য কখনোই এভাবে নৌকার পক্ষে ভোট চাইতে পারেন না।’ 

তবে অভিযোগের বিষয়ে জানতে সংসদ সদস্য আব্দুল হাইয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। 

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল