কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে কুমারগাড়া বিসিক শিল্পনগরীর সামনে মাইক্রোবাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। তাঁর নাম নিজাম উদ্দিন (৬৪)।
চৌড়হাস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জুলহাস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিজাম উদ্দিন কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে জুলহাস উদ্দিন জানান, ফজরের নামাজ পড়ে প্রতিদিনের মতো হাঁটতে বের হয়েছিলেন নিজাম উদ্দিন। বিআরবি কেব্লস কারখানার সামনে পৌঁছালে পেছন থেকে মাইক্রোবাস তাঁকে ধাক্কা দেয়। ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। মাইক্রোবাসটি আটক করেছে আশপাশের লোকজন।
পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।