হোম > সারা দেশ > ঝিনাইদহ

বিকাশকর্মীকে কুপিয়ে ৪ লাখ টাকা ছিনতাই 

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে এক বিকাশ কর্মীকে কুপিয়ে প্রায় ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার দুপুর ১টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার কালীগঞ্জ-গান্না সড়কের দইঝুড়ি মোড়ে এ ঘটনা ঘটে। আহত বিকাশ কর্মীর নাম মামুন হোসেন। তাঁর বাড়ি জেলার কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে।

বিকাশের কালীগঞ্জ উপজেলার সুপার ভাইজার আব্দুস ছালাম জানান, আব্দুস ছালাম দুপুরে মোটরসাইকেল চালিয়ে কালীগঞ্জ শহর থেকে কোটচাঁদপুর উপজেলার জালালপুর বাজারে যাচ্ছিলেন। পথে দইঝুড়ি মোড়ে পৌঁছালে চারজন যুবক প্রথমে চোখে বালু জাতীয় দ্রব্য ছিটিয়ে দেয়। এ সময় তিনি মোটরসাইকেল থেকে পড়ে গেলে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। তাঁর ব্যাগে থাকা প্রায় চার লাখ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে চিকিৎসকেরা যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠান। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক আরিফ জানান, মামুন নামে এক বিকাশ কর্মী এসেছিলেন। তাঁর শরীরে ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে যশোরে পাঠানো হয়েছে। 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, বিষয়টি জানা নেই। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল