হোম > সারা দেশ > ঝিনাইদহ

নির্মাণাধীন ভবনে কাজ করার সময় গ্রিল পড়ে শ্রমিক নিহত 

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ শহরের কাঞ্চনপুরে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বারান্দার গ্রিল পড়ে সেমিন মণ্ডল (২১) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সেমিন মণ্ডল শহরের পবহাটি গ্রামের আমিন মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, আজ দুপুরে চিকিৎসক আলাউদ্দিনের নির্মাণাধীন বাড়িতে সেমিন মণ্ডলসহ কয়েকজন ব্যক্তি শ্রমিকের কাজ করছিলেন। এ সময় রঙের কাজ করতে গিয়ে বারান্দার গ্রিল সেমিন মণ্ডলের ওপরে পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে আহতাবস্থায় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেমিন মণ্ডলকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ওই বাড়ির মালিক ঝিনাইদহ সদর হাসপাতালের সিনিয়র গাইনি বিশেষজ্ঞ ডা. আলাউদ্দিন বলেন, ‘ঘটনার পরপরই আহত সেমিনকে হাসপাতালে আনা হয়। এ সময় আমরা চিকিৎসকেরা অনেক চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারিনি। মূলত গ্রিল পড়ে তাঁর বুকসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগে তিনি মারা গেছেন।’

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, বিষয়টি সম্পর্কে শুনেছি। তবে, এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল

ভোট চুরির এমপি হতে চাই না: অ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী নিহত, বন্ধু আহত

হাদির মৃত্যু: ঝিনাইদহে আ.লীগের ২ নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা

ভেকুর সামনে শুয়ে পড়লেন ইটভাটার শ্রমিকেরা, বাধার মুখে ফিরে গেলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা