হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

চিকিৎসাধীন অবস্থায় ইউনুছ আলী মারা গেছেন।

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ইউনুছ আলী (৬২) নামে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার সকালে যশোরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। ইউনুছ আলী নিহত মহব্বত আলীর বড় ভাই।

এর আগে, ১ জুন রোববার সকাল সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা উপজেলার জামাল ইউনিয়নের তালিয়ান শ্মশানঘাট এলাকায় মহব্বত আলী (৫৮) নামে একজনকে কুপিয়ে হত্যা করে। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে তার ভাই ইউনুছ আলীকেও কুপিয়ে জখম করে অস্ত্রধারীরা। এরপর থেকে ইউনুছ আলী যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নিহত মহব্বত আলী ও ইউনুছ আলী উপজেলার নাকোবাড়িয়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

মহব্বত আলী হত্যার ঘটনায় নিহতের পরিবার মঙ্গলবার বিকালে একটি মামলা দায়ের করেছে। মামলায় ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে। এক নম্বর আসামি করা হয়েছে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, কোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডাক্তার নুরুল ইসলামকে। পুলিশের ও স্থানীয় সূত্রের মতে, মামলার আসামিরা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের মনোনয়নপ্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের অনুসারী।

সোমবার রাতে মামলা দায়ের হলেও নানা নাটকীয়তার পর মঙ্গলবার বিকালে মামলা রেকর্ডভুক্ত করে থানা পুলিশ। মামলার রেকর্ডভুক্তির একদিন পর বুধবার সকালে ইউনুছ আলী মারা যাওয়ায় এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

কালীগঞ্জ থানার ওসি মোঃ শহিদুল ইসলাম হাওলাদার ইউনুছ আলীর মৃত্যু নিশ্চিত করে বলেন, “এই ঘটনায় ৫৮ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এ পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে এবং বর্তমানে পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে।”

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল

ভোট চুরির এমপি হতে চাই না: অ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী নিহত, বন্ধু আহত

হাদির মৃত্যু: ঝিনাইদহে আ.লীগের ২ নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা

ভেকুর সামনে শুয়ে পড়লেন ইটভাটার শ্রমিকেরা, বাধার মুখে ফিরে গেলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা