হোম > সারা দেশ > ঝিনাইদহ

জামিনে মুক্তি পাওয়া বিএনপির ১০ নেতা-কর্মীকে ফুলের মালা দিয়ে বরণ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে পেট্রল বোমা ও ককটেল উদ্ধার মামলায় বিএনপির ১০ নেতা-কর্মী জামিনে মুক্তি পেয়েছেন। আজ বুধবার জেল থেকে বের হলে তাঁদের ফুলের মালা দিয়ে বরণ করেন স্থানীয় নেতা-কর্মীরা।

মামলায় জানা গেছে, গত বছরের ৭ ডিসেম্বর রাতে কোটচাঁদপুর পৌর বিএনপির কার্যালয়ের পেছন থেকে পাঁচটি ককটেল ও তিনটি পেট্রল বোমা উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় কোটচাঁদপুর থানায় মামলায় পুলিশ ১২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে।

ওই মামলায় গতকাল মঙ্গলবার আদালত থেকে জামিনে মুক্তি পান ১০ জন নেতা-কর্মী। 

জামিনে মুক্তি পেয়েছেন কোটচাঁদপুর পৌরসভার কাউন্সিলর আবু হানিফ, হাবিবুর রহমান, মনিরুজ্জামান, তোয়াছ উদ্দিন, ইদ্রিস আলী খান, মোয়াজ্জেম হোসেন (৫৫), অসিম হোসেন (৪০), হাদিউজ্জামান (৪০), রিপন উদ্দিন (৩৪), গোলাম মোস্তফা ফারুক (৪২), ইউপি সদস্য আবুল হোসেন (৪০)।

এদিকে নেতা-কর্মীদের জামিনের খবরে জেল গেটে জড়ো হন কোটচাঁদপুর বিএনপির নেতা-কর্মীরা। এরপর জেল থেকে বের হওয়ার পর তাঁদের ফুলের মালা দিয়ে বরণ করেন তাঁরা। 

কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দীন বুলবুল সিডল বলেন, বোমা ও ককটেল উদ্ধার মামলায় মঙ্গলবার ঝিনাইদহ জেলা দায়রা ও জজ আদালত থেকে জামিনে মুক্তি পান ১০ জন নেতা-কর্মী। তবে কাগজ পত্রের কারণে বুধবার সকালে জেল থেকে বাড়ি ফিরেছেন তাঁরা। 

ঝিনাইদহে ট্রেনে পাথর নিক্ষেপ, ৪ তরুণ আটক

আচরণবিধি ভঙ্গ করায় কৃষক দল নেতাকে জরিমানা

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা