হোম > সারা দেশ > ঝিনাইদহ

মহেশপুরে ইউএনওর গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ

ঝিনাইদহ প্রতিনিধি

দুর্ঘটনার শিকার গাড়ি। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি গাড়ির সঙ্গে যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষে গাড়িচালক শাওন হোসেন আহত হয়েছেন। দুমড়ে-মুচড়ে গেছে গাড়িটিও।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে উপজেলার বারোমাসি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহেশপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারের ব্যবহৃত সরকারি গাড়িটি মেরামতের জন্য যশোর যাচ্ছিল। পথে বারোমাসি ব্রিজ-সংলগ্ন এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা শাপলা পরিবহনের একটি বাস গাড়িটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। সে সময় গাড়িতে ছিলেন না ইউএনও। আহত হন গাড়িচালক শাওন হোসেন। তবে যাত্রীবাহী বাসের সবাই অক্ষত রয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত তাঁকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

খাদিজা আক্তার বলেন, ‘আমি দুই দিন ঢাকায় রয়েছি। গাড়ির কিছু ত্রুটি ছিল। যে কারণে ড্রাইভারকে বলেছিলাম গাড়িটি মেরামত করতে। গাড়িটি মেরামত করতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে শুনেছি।’ এ ঘটনায় চালক শাওন হোসেন কিছুটা আঘাতপ্রাপ্ত হন। তিনি আরও বলেন, বাস ফেলে রেখে চালক ঘটনার পরপরই পালিয়ে যায়। বাসটি বর্তমানে থানায় রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করেননি তিনি।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বাসটিকে আটক করে হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গলায় রশি পেঁচানো নছিমনচালকের লাশ উদ্ধার

ঝিনাইদহে প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার

ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

ঝিনাইদহে ছুরিকাঘাতে যুবদল কর্মীর মৃত্যু

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ—বাড়ি ভাঙচুর, আহত ১০

চুরির অভিযোগ, সালিস বৈঠকে যুবককে ২০ ফুট মাটিতে নাকে খত

পুলিশের গাড়িতেই বিএনপি কর্মীদের কোপাল প্রতিপক্ষের লোকজন

বিয়েতে দাওয়াত না পাওয়ায় দুপক্ষের সংঘর্ষ, আহত ৫

সনদ জালিয়াতির মামলায় স্কুলশিক্ষকের ৭ বছরের কারাদণ্ড

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু