হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে নৌকা-স্বতন্ত্রের সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদরের সুরাট বাজরে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে উভয়পক্ষের অন্তত ৫ জন। তাঁদের মধ্যে আশিক হোসেন ও বকুল মোল্লাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে এবং রাতে মামলা করা হয় উভয়পক্ষ থেকে। মামলা দায়েরের পর পরই সুরাট ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যানসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এই মামলায় কত জনকে আসামী করা হয়েছে তা জানা যায়নি।

জানা যায়, আজ বিকেলে সদর উপজেলার সুরাট বাজারে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা অবস্থান নেয়। সে সময় পুলিশ তাঁদের সরিয়ে দেয়। পরে সন্ধ্যায় উভয়গ্রপের সমর্থকেরা ওই স্থানেই ধাওয়া পাল্টা-ধাওয়ায় লিপ্ত হয়। এতে তাঁদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়। 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহীন উদ্দিন জানান, বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এ ঘটনায় উভয়পক্ষের মামলা হয়েছে। সঙ্গে সঙ্গেই সুরাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আশরাফ হোসেন, সাবেক চেয়ারম্যান কবির হোসেন ও ছাবু জোয়ারদারকে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচন ঘিরে সব ধরনের অপ্রিতীকর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে।

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল