ঝিনাইদহের কালীগঞ্জে মায়ের হাত থেকে পিকআপ ভ্যানের চাকার নিচে পড়ে মারা গেছে দুই মাসের এক শিশু। নিহত শিশুর নাম সিজান। সে কালীগঞ্জ উপজেলার ৫ নম্বর শিমলা রোকনপুর ইউনিয়নের ছোট শিমলা গ্রামের শিহাব উদ্দীনের ছেলে।
ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, সকালে একটি মোটরসাইকেলে চড়ে বাচ্চাটিকে কোলে নিয়ে শহরে ডাক্তারের কাছে এসেছিল। কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ডে পৌঁছালে একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এ সময় মায়ের হাত থেকে বাচ্চাটি পড়ে গিয়ে পিকআপের চাকার নিচে চলে যায় এবং ঘটনাস্থলে শিশুটি মারা যায়।