হোম > সারা দেশ > ঝিনাইদহ

কাশিপুর বেদেপল্লিতে দু’গ্রুপের সংঘর্ষে একজন নিহত, আহত ১০

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে কাশিপুর বেদেপল্লিতে দুই গ্রুপের সংঘর্ষে আরিফ হোসেন (৪৮) নামে একজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে এ সংঘর্ষ ঘটনা ঘটে। এ সময় পৌর কাউন্সিলরসহ আরও ১০ জন আহত হয়েছেন। 

নিহত আরিফ কাশিপুর গ্রামের মৃত ইব্রাহিম লস্কারের ছেলে।

পুলিশ জানান, কাশিপুর বেদেপল্লিতে এক গ্রুপে মনিরুল ইসলাম এবং অপর গ্রুপে রাসেল হোসেন নেতৃত্ব দিয়ে আসছেন। গতকাল সন্ধ্যায় কাশিপুর বেদেপল্লিতে জুয়া খেলা ও নারী নির্যাতনকে কেন্দ্র করে মনিরুল ইসলাম ও রাসেল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় রাসেলের সমর্থকেরা মনিরুলের লোকজনদের বাড়িঘরে হামলা চালায় এবং ভাঙচুর করেন। খবর পেয়ে রাত ৮টার দিকে স্থানীয় পৌর কাউন্সিলর মেহেদী হাসান সজল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি খলিলুর রহমান ও কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আশিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। 

একপর্যায়ে রাসেলের লোকজন তাঁদের ওপর হামলা চালান। এ সময় উভয় গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে পৌর কাউন্সিলর মেহেদী হাসান, ফার্নিচার ব্যবসায়ী আরিফ হোসেন, বেদেপল্লির বাসিন্দা মালা বেগম, পার্শ্ববর্তী গ্রামের আব্দুল লতিফসহ কমপক্ষে ১০ জন আহত হন। পরে আহতদের মধ্যে আরিফ হোসেন, মালা বেগম ও আব্দুল লতিফকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে আরিফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা যান। অপরদিকে, পৌর কাউন্সিলর সজলকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্ল্যা নিশ্চিত করে বলেন, বেদেপল্লির নারীকে নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ আরিফ নামে একজন নিহত হন। 

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল