হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহ আদালতের মালখানায় বিস্ফোরণ, নিহত ১

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ আদালতের মালখানায় ওয়েল্ডিং মেশিনে বিস্ফোরণ হয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন শ্রমিক। তাৎক্ষণিকভাবে কারো নাম-পরিচয় পাওয়া যায়নি। ঘটনার পর ওই ভবনসহ আশপাশের এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। ধোঁয়া আর বিকট শব্দে সেখানে থাকা মানুষ আতঙ্কে দিগ্‌বিদিক ছোটাছুটি শুরু করে।

দুর্ঘটনাকবলিত ভবনের ঠিক ওপরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় রয়েছে। সংবাদ পেয়ে সেখানে ছুটে আসেন জেলা প্রশাসক, ফায়ার সার্ভিস, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। 

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুনর রশিদ একজন শ্রমিক নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। 

ঘটনাস্থলে দায়িত্বে থাকা পুলিশ সদস্য রিয়াজ জানান, অনুপম নামের এক পুলিশ সদস্য ঘটনাস্থলের পাশে পানি খাচ্ছিলেন। এ সময় বিকট শব্দে ভেতরে বিস্ফোরণ হয়। এ সময় জানালার কাচ ভেঙে ছুটে এসে অনুপমের মুখে ও বুকে লাগে। 

আদালতের রাষ্ট্রপক্ষের কৌশলী ইসমাইল হোসেন জানান, চারজন শ্রমিক আদালতের মালখানায় কাজ করছিলেন। এখানে ওয়েল্ডিং মেশিনের বিস্ফোরণ হয়। এতে এক শ্রমিকের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। 

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা শামিমুল ইসলাম জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি। এরপর সেখান থেকে আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিয়েছি। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা তিনি বলতে পারেননি। 

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, ওই ভবনে সকাল থেকে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। দুপুর দেড়টার দিকে হঠাৎ একটি মেশিন বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে চার শ্রমিক আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল