হোম > সারা দেশ > ঝিনাইদহ

ছেলে নিখোঁজের ৫ বছর পর থানায় অভিযোগ বাবার

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

জীবিকার তাগিদে পাঁচ বছর আগে প্রতিবেশীর সঙ্গে ঢাকায় যান মানিক দাস (৩০)। এর পর থেকে পরিবারের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ হয়নি। মানিক কোথায় আছেন, কেমন আছেন জানেন না কেউ। ছেলের সন্ধান পেতে ব্যাকুল বাবা। নিখোঁজের পাঁচ বছর পর করলেন থানায় অভিযোগ। 

এ ঘটনা ঘটেছে ঝিনাইদহের কোটচাঁদপুরে। গতকাল বৃহস্পতিবার কোটচাঁদপুর থানায় ছেলে নিখোঁজের অভিযোগ করেন বাবা সূর্য্য দাস। তিনি ওই উপজেলার হরিণদীয়া গ্রামের বাসিন্দা। 

মানিকের বাবা সূর্য্য দাস বলেন, ‘পাঁচ বছর আগে আমার ছেলেকে একই গ্রামের সুন্দর দাসের ছেলে অলোক দাস (২৮) কাজের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যায়। বেশ কিছুদিন তারা একসঙ্গে কাজ করে। একপর্যায়ে দুজন দুজনের মতো কাজ করতে থাকে। কিছুদিন পর কেউ কারোর খোঁজও রাখেনি, আমরাও যোগাযোগ করতে পারেনি।’ 

সূর্য্য দাস আরও বলেন, ‘অলোক দাস বাড়িতে এলেই মানিকের কথা জিজ্ঞেস করতাম। এ সময় বিভিন্ন অজুহাতে পাশ কাটিয়ে যেত সে। এভাবেই চলে পাঁচ বছর। সম্প্রতি অলোক দাস ঢাকা থেকে বাড়ি আসার খবরে ছুটে যাই তার বাড়িতে। জিজ্ঞাসা করি, ছেলের কথা। কোনো উত্তর না পেয়ে গতকাল থানায় অভিযোগ করি।’ 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোটচাঁদপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হুমায়ুন রশিদ আজকের পত্রিকাকে বলেন, মানিকের বাবা ছেলের সন্ধান না পেয়ে থানায় অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে অলোক দাসকে থানায় নেওয়া হয়েছিল। চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।

এএসআই আরও বলেন, মানিককে খুঁজতে থানায় লিখিত দিয়ে সময় নিয়েছেন মানিক দাস। যত দ্রুত সম্ভব তাঁকে খোঁজার জন্য চেষ্টা করবেন বলেও জানান তিনি। খুঁজে না পেলে ভুক্তভোগীর বাবা থানায় মামলা করবেন বলেও জানান তিনি।

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল