ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে শারমিন বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে বাড়িতে থাকা মোটর স্টার্ট দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে যান তিনি। এ সময় প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শারমিন বেগম কালীগঞ্জ উপজেলাধীন চাঁচড়া মাঠপাড়ার সাগর হোসেনের স্ত্রী।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খালিদ হাসান জানান, হাসপাতালে আনার আগেই শারমিন বেগম মারা গিয়েছিলেন।