হোম > সারা দেশ > ঝিনাইদহ

বিদ্যুতায়িত হয়ে কোটচাঁদপুরে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ঝিনাইদহের কোটচাঁদপুরে রড ওয়েল্ডিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মিনারুল ইসলাম (৩৫) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার সাবদারপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। মৃত মিনারুল ইসলাম উপজেলার লক্ষ্মীকুণ্ড গ্রামের বাসিন্দা।

মৃতের চাচা আব্দুল আওয়াল জানান, মিনারুল পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি। তাঁর নিজস্ব একটি দোকান রয়েছে সাবদারপুর বাজারে। আজ সকালে বাজারের রিপনের নতুন ভবনে রড ওয়েল্ডিংয়ের কাজ করতে যান তিনি। কাজের সময় অসাবধানতাবশত ভবনের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের প্রধান তারের সংস্পর্শে আসেন মিনারুল। এতে তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আশরাফুল ইসলাম বলেন, ‘হাসপাতালে আনার আগেই মিনারুলের মৃত্যু হয়েছে।’

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল

ভোট চুরির এমপি হতে চাই না: অ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী নিহত, বন্ধু আহত

হাদির মৃত্যু: ঝিনাইদহে আ.লীগের ২ নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা

ভেকুর সামনে শুয়ে পড়লেন ইটভাটার শ্রমিকেরা, বাধার মুখে ফিরে গেলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা

ঝিনাইদহের চার আসন: বিএনপিতে মনোনয়ন পেতে তোড়জোড়, প্রচারে সবাই

চিকিৎসা ব্যয় মেটাতে দ্বারে দ্বারে সাহেব আলী, বাঁচার আকুতি

ঝিনাইদহে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

অবৈধ ট্রাক টার্মিনাল উচ্ছেদ

শিশু হাসপাতাল: বেশির ভাগ মেশিন নষ্ট, সেবাবঞ্চিত নবজাতক