হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে জমির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি

প্রতীকী ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে নায়েব আলী (৬২) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে উপজেলার মালিয়াট গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা ছিলেন।

জানা গেছে, আজ সকাল ১০টার দিকে নায়েব আলী বাড়ির পাশে বসে ছিলেন। এ সময় প্রতিপক্ষের ইউনুছ আলী ও তাঁর ছেলে আল-আমিন এসে তাঁর ওপর হামলা করেন। তাঁরা নায়েব আলীকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে ফেলে রেখে যান। প্রতিবেশীরা বিষয়টি দেখে তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নায়েব আলীর বোনের জমি কিনেছেন প্রতিবেশী ইউনুছ আলী। ওই জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পরিবারের বিরোধ চলছে। এ ঘটনাকে কেন্দ্র করে নায়েব আলীকে পিটিয়ে হত্যা করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা খালিদ হাসান বলেন, নায়েব আলীকে হাসপাতালে আনার আগেই মারা যান। ধারণা করা হচ্ছে, লাঠির আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য বৃদ্ধের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জমি নিয়ে বিরোধের জেরে তাঁকে হত্যা করা হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে ঘটনাটি শুনে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

গলায় রশি পেঁচানো নছিমনচালকের লাশ উদ্ধার

ঝিনাইদহে প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার

ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

ঝিনাইদহে ছুরিকাঘাতে যুবদল কর্মীর মৃত্যু

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ—বাড়ি ভাঙচুর, আহত ১০

চুরির অভিযোগ, সালিস বৈঠকে যুবককে ২০ ফুট মাটিতে নাকে খত

পুলিশের গাড়িতেই বিএনপি কর্মীদের কোপাল প্রতিপক্ষের লোকজন

বিয়েতে দাওয়াত না পাওয়ায় দুপক্ষের সংঘর্ষ, আহত ৫

সনদ জালিয়াতির মামলায় স্কুলশিক্ষকের ৭ বছরের কারাদণ্ড

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু