হোম > সারা দেশ > ঝিনাইদহ

গৃহপরিচারিকাকে ধর্ষণের মামলায় ৩ রিকশাচালক কারাগারে

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে গৃহপরিচারিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন রিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে গত মঙ্গলবার রাতে পৌরসভার গাবতলাপাড়ায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তাররা হলেন রিকশাচালক ইসরাইল হোসেন, ইসমাইল হোসেন ও আব্দুল খালেক। তাঁরা কোটচাঁদপুর পৌর শহরের বাসিন্দা। 

মামলা সূত্রে জানা গেছে, ওই নারী ঢাকায় গৃহপরিচারিকার কাজ করেন। তিনি কোটচাঁদপুরের বাসিন্দা। মঙ্গলবার রাতে ঢাকা থেকে কোটচাঁদপুর আসেন। রাতে বাসস্ট্যান্ড-সংলগ্ন গাবতলাপাড়ায় পূর্বপরিচিত এক নারীর বাসায় যান তিনি। রাতে খাবার খেয়ে ওই বাসাতেই শুয়ে ছিলেন। পরে রাতেই পূর্বপরিচিত ওই নারী বাসস্ট্যান্ডে নিজের চায়ের দোকানে চলে যান। এ সুযোগে ওই চা-দোকানির স্বামী ইসরাইল হোসেন ঘরের তালা খুলে ঢুকে তাঁকে ধর্ষণ করেন। এ সময় আরও দুই রিকশাচালক ইসমাইল হোসেন ও আব্দুল খালেককে ডেকে আনেন। তাঁরাও ধর্ষণ করেন ওই নারীকে।

এদিকে ঘটনার পরদিন গতকাল বুধবার ওই ভুক্তভোগী নারী কোটচাঁদপুর থানায় তিন রিকশাচালকের নামে মামলা করেন। 

কোটচাঁদপুর থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ আল মামুন বলেন, মামলার পর অভিযুক্ত তিনজনকে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। 

পরিদর্শক আরও বলেন, গতকাল ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। আজ গ্রেপ্তারদের ঝিনাইদহ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল