হোম > সারা দেশ > ঝিনাইদহ

গৃহপরিচারিকাকে ধর্ষণের মামলায় ৩ রিকশাচালক কারাগারে

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে গৃহপরিচারিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন রিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে গত মঙ্গলবার রাতে পৌরসভার গাবতলাপাড়ায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তাররা হলেন রিকশাচালক ইসরাইল হোসেন, ইসমাইল হোসেন ও আব্দুল খালেক। তাঁরা কোটচাঁদপুর পৌর শহরের বাসিন্দা। 

মামলা সূত্রে জানা গেছে, ওই নারী ঢাকায় গৃহপরিচারিকার কাজ করেন। তিনি কোটচাঁদপুরের বাসিন্দা। মঙ্গলবার রাতে ঢাকা থেকে কোটচাঁদপুর আসেন। রাতে বাসস্ট্যান্ড-সংলগ্ন গাবতলাপাড়ায় পূর্বপরিচিত এক নারীর বাসায় যান তিনি। রাতে খাবার খেয়ে ওই বাসাতেই শুয়ে ছিলেন। পরে রাতেই পূর্বপরিচিত ওই নারী বাসস্ট্যান্ডে নিজের চায়ের দোকানে চলে যান। এ সুযোগে ওই চা-দোকানির স্বামী ইসরাইল হোসেন ঘরের তালা খুলে ঢুকে তাঁকে ধর্ষণ করেন। এ সময় আরও দুই রিকশাচালক ইসমাইল হোসেন ও আব্দুল খালেককে ডেকে আনেন। তাঁরাও ধর্ষণ করেন ওই নারীকে।

এদিকে ঘটনার পরদিন গতকাল বুধবার ওই ভুক্তভোগী নারী কোটচাঁদপুর থানায় তিন রিকশাচালকের নামে মামলা করেন। 

কোটচাঁদপুর থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ আল মামুন বলেন, মামলার পর অভিযুক্ত তিনজনকে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। 

পরিদর্শক আরও বলেন, গতকাল ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। আজ গ্রেপ্তারদের ঝিনাইদহ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভেকুর সামনে শুয়ে পড়লেন ইটভাটার শ্রমিকেরা, বাধার মুখে ফিরে গেলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা

ঝিনাইদহের চার আসন: বিএনপিতে মনোনয়ন পেতে তোড়জোড়, প্রচারে সবাই

চিকিৎসা ব্যয় মেটাতে দ্বারে দ্বারে সাহেব আলী, বাঁচার আকুতি

ঝিনাইদহে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

অবৈধ ট্রাক টার্মিনাল উচ্ছেদ

শিশু হাসপাতাল: বেশির ভাগ মেশিন নষ্ট, সেবাবঞ্চিত নবজাতক

গলায় রশি প্যাঁচানো নছিমনচালকের লাশ উদ্ধার

ঝিনাইদহে প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার

ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

ঝিনাইদহে ছুরিকাঘাতে যুবদল কর্মীর মৃত্যু