হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে ইজিবাইকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩

প্রতিনিধি

ঝিনাইদহ: ঝিনাইদহে প্রাইভেটকারের ধাক্কায় ইজিবাইকের তিন আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ছয়জন। আজ বুধবার বেলা ২টা ৪০ মিনিটে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের শৈলকুপার উপজেলার দুধসরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শৈলকুপা উপজেলা ফুলহরি গ্রামের ফজলুর রহমানের স্ত্রী তহুরা বেগম (৪০), একই উপজেলা বকুলনগন গ্রামের সবুর আলীর ছেলে তুহিন হোসেন (২৭) ও দুধসর গ্রামের রফিক উদ্দিনের স্ত্রী রেনু বেগম (৩৫)। আহতদের মধ্যে সুফিয়া বেগম (৫০), রিয়াজ উদ্দীন (৫৯), আবেদা বেগমসহ (৪০) ছয়জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবাই ইজিবাইকের আরোহী বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আক্কাস আলী জানান, দুপুরে একটি প্রাইভেটকার বগুড়া থেকে খুলনার দিকে যাচ্ছিল। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর নামক স্থানে এসে পৌঁছলে প্রাইভেটকারটি একটি ইজিবাইককে সামনে থেকে ধাক্কা দেয়। প্রাইভেটকারের ধাক্কায় ইজিবাইকটি দুমড়েমুচড়ে পাশের খাদে পড়ে যায়। এতে ইজিবাইকের একজন আরোহী ঘটনাস্থলেই মারা যান। এঘটনায় আরও ছয়জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসা হলে আরো দুই নারীর মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান প্রাইভেটকার ও ইজিবাইকের সংঘর্ষে এক পুরুষ ও দুই নারী নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল

ভোট চুরির এমপি হতে চাই না: অ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী নিহত, বন্ধু আহত