হোম > সারা দেশ > ঝিনাইদহ

কালীগঞ্জে বাঁশের বাঁকা কঞ্চিতে পতাকা উত্তোলন করায় জরিমানা

প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ) 

বাঁশের বাঁকা কঞ্চিতে জাতীয় পতাকা উত্তোলন করায় কালীগঞ্জে বিকাশ সেল অফিস সহ আট প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার এ অভিযান পরিচালনা করেন। 

অভিযানে এসিল্যান্ড 'বিকাশ সেল' কালীগঞ্জ ব্রাঞ্চ অফিসের মূল গেটের গ্রিলে কঞ্চি দিয়ে বাঁধা পতাকা অপসারণসহ শহরের আরও আটটি প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা করেন। উল্লেখ্য, সকালে পতাকা উত্তোলনের কিছু অসংগতির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা প্রশাসনের দৃষ্টিতে আসলে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতীয় পতাকা অসংগতি দেখে রোববার শহরে অভিযান চালানো হয়। দুপুর ১টার দিকে শহরের জনতা মোড়ে অবস্থিত বিকেল সেলের অফিসে গিয়ে দেখা যায়, মূল সিঁড়ির দরজার গ্রিলের সঙ্গে বাঁকা কঞ্চি দিয়ে জাতীয় পতাকা বাঁধা রয়েছে। এ সময় অফিস বন্ধ থাকায় ওই অফিসের কোন কর্মকর্তা বা সংশ্লিষ্ট কাউকে না পেয়ে পতাকাটি অপসারণ করেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। অভিযানে কালীগঞ্জ থানার এস আই শেখ সুজাত আলী সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল