হোম > সারা দেশ > ঝিনাইদহ

মেয়ে খুকুমণির শেষ চিহ্ন জুতা বুকে জড়িয়ে দুর্ঘটনাস্থলে বাবা শাহিন

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মেয়ে খুকুমণির এক পায়ের জুতো বুকে জড়িয়ে কাঁদছিলেন আর অন্য পায়ের জুতো খুঁজছিল বাবা শাহিন হোসেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত সবাইকে বলছিলেন মেয়ের শেষ স্মৃতি চিহ্ন আরেকটি জুতো খুঁজে দিতে। এমন দৃশ্যে জলে ভারী হয়ে উঠে সবার চোখ। 

আজ শুক্রবার বেলা ১১টার সময় কোটচাঁদপুর পৌর কাশিপুর ডিগ্রি কলেজের সামনের সড়কের দুর্ঘটনাস্থলে দেখা যায় এ দৃশ্য। 

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কোটচাঁদপুর পৌর কাশিপুর ডিগ্রি কলেজের সামনের সড়কে লেগুনা ও ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষ হয়। ওই ভ্যানের যাত্রী ছিল সাত বছরের শিশু খুকুমণি। সে কালিগঞ্জ উপজেলার শাহিন হোসেনের মেয়ে। ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় সে। 

স্থানীয় ও নিহত শিশুর পরিবার জানায়, ওই দিন বিকেলেই খুকুমণির দাফন সম্পন্ন হয়। সন্তান হারানোর শোকে কাতর বাবা শুক্রবার সকালে কোটচাঁদপুরের দুর্ঘটনাস্থলে আসেন। ঘটনাস্থলে এসে খুঁজে পান মেয়ে এক পায়ের একটি জুতো। সেটি বুকে জড়িয়ে কাঁদতে থাকেন। 

শাহিন হোসেন বলেন, ‘আমার দুটি সন্তান। ছেলে জিহাদ হোসেন (১০) আর মেয়ে সারিকা (খুকুমণি)। স্কুল ছুটি থাকায় সে কোটচাঁদপুরের এলাঙ্গী গ্রামের নানির বাড়িতে এসেছিল। বৃহস্পতিবার ঘটে গেল এ দুর্ঘটনা।’ 

এরপর তিনি আর কিছু না বলে আবারও কাঁদতে লাগলেন আর মেয়ের পায়ের আরেকটি জুতো খুঁজছিলেন বাবা শাহিন। 
 
অন্যদিকে একই অবস্থা চলছিল এলাঙ্গী খুকুমণির নানির বাড়িতে। ওখানেও দেখা যায় খুকুমণির মাকে কাঁদতে আর বারবার অচেতন হতে।

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল