হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে ইটভাটায় এক্সকাভেটর উল্টে চালক নিহত 

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ইটভাটায় এক্সকাভেটর উল্টে সবুজ কাজী (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে ঝিনাইদহ সদরের উত্তর কাষ্টসাগরা গ্রামের এক ইটভাটা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত সবুজ পাবনা জেলার আমিনপুর এলাকার দুলু কাজীর ছেলে। তিনি এক্সকাভেটরচালক ছিলেন। 

ইটভাটাশ্রমিক অহিদুল ইসলাম বলেন, ‘রাতে আমরা ভাটার চুল্লিতে ইট পোড়ানোর কাজে ব্যস্ত ছিলাম। রাত ২টার দিকে দেখি গাড়ির লাইট আকাশের দিকে যাচ্ছে। আমরা ভেবেছি গাড়ির কোনো সমস্যা হয়েছে, গাড়ি ঠিক করছে এটা ভেবে ওদিকে যায়নি। পরে কাজ শেষ করে ঘুমাতে যাই। সকালে নিহতের ছোট ভাই সেখানে গেলে দেখতে পায় গাড়ি উল্টে তার ভাই মারা গেছে। পরে পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিসের মাধ্যমে লাশ উদ্ধার করে।’ 

নিহতের ছোট ভাই সোহাগ কাজী বলেন, ‘ফাইভ স্টার ভাটায় তিন বছর ধরে আমরা দুই ভাই গাড়ির চালক হিসেবে কাজ করছি। গত রাতে আমি গাড়ি দিয়ে মাটি সরানোর কাজ করছিলাম পরে রাত ১টার দিকে কাজ শেষ করে ঘুমাতে যাই। তখন আমার বড় ভাই গাড়ি চালাচ্ছিল। পরে সকালে এসে দেখি গাড়ির চেন ছিঁড়ে উল্টো হয়ে পড়ে আছে, আর এর নিচে চাপা পড়ে ভাই।’ 

ফাইভ স্টার ইটভাটার মালিক মুসা মিয়ার কাছে জানতে চেয়ে ফোন দিলে তিনি ব্যস্ত আছেন আর এ বিষয়ে কথা বলবেন না বলে কল কেটে দেন। 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন জানান, সকালে ফাইভ স্টার ইটভাটা থেকে একজন  এক্সকাভেটরচালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সম্ভবত কাজ করার সময় গাড়ি উল্টে তাঁর মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল