হোম > সারা দেশ > ঝিনাইদহ

রেললাইনের পাশে মিলল অজ্ঞাত যুবকের লাশ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ঝিনাইদহের কোটচাঁদপুরে রেললাইনের পাশে অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ পাওয়া গেছে। বুধবার রাতের কোনো এক সময় ট্রেন থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন স্টেশনমাস্টার। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কোটচাঁদপুর-কালীগঞ্জ থানার পুলিশ।

জানা গেছে, কোটচাঁদপুর উপজেলার চাঁদপাড়া মাঠের ওপর দিয়ে রেললাইন। এ লাইনের পাশেই পড়ে ছিল লাশটি। ওই যুবকের গায়ে ছিল আকাশি রঙের গেঞ্জি, পরনে ছিল ডোরা কাটা লুঙ্গি আর পায়ে ছিল স্যান্ডেল। মৃতের শরীর ও মাথার কয়েক জায়গায় ক্ষতের চিহ্ন আছে। তবে কোথাও কোনো রক্তের দেখা মেলেনি।

কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনমাস্টার দীপংকর সাহা বলেন, ‘খবর জানতে পেরেছি। সংবাদদাতার ভাষ্যমতে, ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে। তবে কোন ট্রেনে এ দুর্ঘটনা ঘটেছে, সেটা সঠিক করে বলা সম্ভব নয়।’ তিনি বলেন, ‘আমরা খবর পাওয়ার পর যশোর জিআরপি পুলিশে জানিয়েছি। তারা এসে যা করার করবে।’

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ঘটনাটি যদিও রেলের, তারপরও কোটচাঁদপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আর ব্যবস্থা যা নেবার রেলের জিআরপি পুলিশ নেবে।

যশোর জিআরপি পুলিশের এসআই মনিতোষ কুমার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এখন ময়নাতদন্তের জন্য যশোরে নিয়ে যাওয়া হবে। তিনি বলেন, মৃতদেহ দেখে মনে হচ্ছে উনি গাড়ির যাত্রী ছিলেন না। উনি হয়তোবা লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন।’

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল