হোম > সারা দেশ > ঝিনাইদহ

রেললাইনের পাশে মিলল অজ্ঞাত যুবকের লাশ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ঝিনাইদহের কোটচাঁদপুরে রেললাইনের পাশে অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ পাওয়া গেছে। বুধবার রাতের কোনো এক সময় ট্রেন থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন স্টেশনমাস্টার। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কোটচাঁদপুর-কালীগঞ্জ থানার পুলিশ।

জানা গেছে, কোটচাঁদপুর উপজেলার চাঁদপাড়া মাঠের ওপর দিয়ে রেললাইন। এ লাইনের পাশেই পড়ে ছিল লাশটি। ওই যুবকের গায়ে ছিল আকাশি রঙের গেঞ্জি, পরনে ছিল ডোরা কাটা লুঙ্গি আর পায়ে ছিল স্যান্ডেল। মৃতের শরীর ও মাথার কয়েক জায়গায় ক্ষতের চিহ্ন আছে। তবে কোথাও কোনো রক্তের দেখা মেলেনি।

কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনমাস্টার দীপংকর সাহা বলেন, ‘খবর জানতে পেরেছি। সংবাদদাতার ভাষ্যমতে, ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে। তবে কোন ট্রেনে এ দুর্ঘটনা ঘটেছে, সেটা সঠিক করে বলা সম্ভব নয়।’ তিনি বলেন, ‘আমরা খবর পাওয়ার পর যশোর জিআরপি পুলিশে জানিয়েছি। তারা এসে যা করার করবে।’

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ঘটনাটি যদিও রেলের, তারপরও কোটচাঁদপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আর ব্যবস্থা যা নেবার রেলের জিআরপি পুলিশ নেবে।

যশোর জিআরপি পুলিশের এসআই মনিতোষ কুমার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এখন ময়নাতদন্তের জন্য যশোরে নিয়ে যাওয়া হবে। তিনি বলেন, মৃতদেহ দেখে মনে হচ্ছে উনি গাড়ির যাত্রী ছিলেন না। উনি হয়তোবা লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন।’

ভেকুর সামনে শুয়ে পড়লেন ইটভাটার শ্রমিকেরা, বাধার মুখে ফিরে গেলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা

ঝিনাইদহের চার আসন: বিএনপিতে মনোনয়ন পেতে তোড়জোড়, প্রচারে সবাই

চিকিৎসা ব্যয় মেটাতে দ্বারে দ্বারে সাহেব আলী, বাঁচার আকুতি

ঝিনাইদহে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

অবৈধ ট্রাক টার্মিনাল উচ্ছেদ

শিশু হাসপাতাল: বেশির ভাগ মেশিন নষ্ট, সেবাবঞ্চিত নবজাতক

গলায় রশি প্যাঁচানো নছিমনচালকের লাশ উদ্ধার

ঝিনাইদহে প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার

ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

ঝিনাইদহে ছুরিকাঘাতে যুবদল কর্মীর মৃত্যু