হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠিতে দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু: সেই বাসের সুপারভাইজারকে গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি

যাত্রীবাহী বাস পুকুরে পড়ে ১৭ জন নিহত হওয়ার ঘটনায় সেই বাসের সুপারভাইজার মিজান ওরফে ফয়সালকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বরিশাল র‌্যাব-৮-এর একটি দল আজ সোমবার সন্ধ্যায় রাজাপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে। মিজান নলছিটি উপজেলার পূর্ব রায়াপুর (বটতলা) এলাকার নুরুল ইসলাম হাওলাদারের ছেলে। 

র‍্যাব এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। র‌্যাব জানায়, গত শনিবার সকাল ১০টার দিকে ভান্ডারিয়া থেকে বরিশালগামী যাত্রীবাহী বাস বাশার স্মৃতি পরিবহন অতিরিক্ত যাত্রী নিয়ে বেপরোয়া গতিতে যাচ্ছিল। পথিমধ্যে ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নে পরিষদসংলগ্ন একটি পুকুরে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে ১৭ জনের প্রাণহানি ও ৩৫ জন আহত হয়েছেন। 

এ ঘটনায় সদর থানা-পুলিশের এসআই সুশংকর মল্লিক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই প্রযুক্তির মাধ্যমে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। ঘটনার প্রায় ৫৫ ঘণ্টা পরে রাজাপুর থেকে অভিযান চালিয়ে ঘাতক বাসের সুপারভাইজার মিজান ওরফে ফয়সালকে আটক করতে সক্ষম হয়। 

আসামি মিজানকে ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব। সদর থানার ডিউটি অফিসার এসআই দেবাশীষ গ্রেপ্তার ও হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

‘বিড়িতে সুখটান দিয়ে দাঁড়িপাল্লার দাওয়াত...’, জামায়াতের ফয়জুলকে ইসির শোকজ

ঝালকাঠিতে বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রের মৃত্যু

নলছিটিতে বিএনপির শোকসভার মঞ্চে হাতাহাতি

‘বিড়িতে সুখটান দিয়েও যদি কেউ দাঁড়িপাল্লার দাওয়াত দেয়.... তার পেছনের গুনাহ মাফ’

নলছিটিতে পাঁচ ইটভাটায় ১১ লাখ টাকা জরিমানা

রাজাপুরে খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির অভিযোগ, অধ্যক্ষের কক্ষে তালা দিল বিএনপির নেতা-কর্মীরা

কাঁঠালিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

১৭০ টাকার জন্য চাচার হাতে ভাতিজি খুন

এনসিপির প্রার্থী ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি

লঞ্চ দুর্ঘটনা: তারেক রহমানের গণসংবর্ধনা থেকে ফিরছিলেন যাত্রীরা