হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠিতে আ. লীগ নেতা খুন, নারী আটক

ঝালকাঠি সংবাদদাতা

ঝালকাঠি পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রিপন মল্লিক (৫০) খুন হয়েছেন। রিপনের প্রতিবেশী এক নারীর ঘরে সোমবার রাত সাড়ে ১০ টার দিকে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানান ওয়ার্ড কাউন্সিলর এসএম আল আমিন। এই নারীর সঙ্গে রিপন মল্লিকের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল বলে ধারণা করছেন স্থানীয় অনেকে। 

মৃতদেহ ওই বাসায় রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা দেখতে পেয়ে ঝালকাঠি সদর থানা-পুলিশকে খবর দেয়। মরদেহ রাতেই উদ্ধার করে পুলিশ। ওই নারীকে আটক করা হয়েছে। নিহতের স্বজন, পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কৃষ্ণকাঠি মল্লিক বাড়ির বাসিন্দা আওয়ামী লীগের নেতা রিপন মল্লিক প্রায়ই ওই নারীর ঘরে যাওয়া-আসা করতেন। ওই নারীর ছেলে ৪ দিন আগে ঢাকায় যায়। মৃতদেহ উদ্ধারের সময় নারী ঘরে একা ছিলেন।

প্রতিবেশী হারিছ হোসেন বলেন, ‘(সোমবার) রাত সাড়ে ১০ টায় ওই নারী ঘরের ভেতরে চিৎকার করছিলেন। এ সময় আমিসহ আশপাশের মানুষ ঘরে ঢুকে দেখি, রিপন মল্লিক অর্ধ বিবস্ত্র অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন।’ ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার  মো. মুহিতুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে মনে হচ্ছে এটা হত্যাকাণ্ড।’

‘বিড়িতে সুখটান দিয়ে দাঁড়িপাল্লার দাওয়াত...’, জামায়াতের ফয়জুলকে ইসির শোকজ

ঝালকাঠিতে বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রের মৃত্যু

নলছিটিতে বিএনপির শোকসভার মঞ্চে হাতাহাতি

‘বিড়িতে সুখটান দিয়েও যদি কেউ দাঁড়িপাল্লার দাওয়াত দেয়.... তার পেছনের গুনাহ মাফ’

নলছিটিতে পাঁচ ইটভাটায় ১১ লাখ টাকা জরিমানা

রাজাপুরে খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির অভিযোগ, অধ্যক্ষের কক্ষে তালা দিল বিএনপির নেতা-কর্মীরা

কাঁঠালিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

১৭০ টাকার জন্য চাচার হাতে ভাতিজি খুন

এনসিপির প্রার্থী ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি

লঞ্চ দুর্ঘটনা: তারেক রহমানের গণসংবর্ধনা থেকে ফিরছিলেন যাত্রীরা