হোম > সারা দেশ > যশোর

এক মাসও টিকল না কোটি টাকার পাকা রাস্তা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি 

যশোরের ঝিকরগাছার বল্লা নারিকেলতলা মোড় থেকে সেগুনবাগান হয়ে কপোতাক্ষ নদ পর্যন্ত পাকা রাস্তা নির্মাণের ২৭ দিন পরেই মাঝখানে বড় গর্ত তৈরি হয়। ছবি: আজকের পত্রিকা

যশোরের ঝিকরগাছায় ১ কোটি টাকার পাকা রাস্তা নির্মাণের মাত্র ২৭ দিন পরেই মাঝখানে বড় গর্ত তৈরি হয়েছে। ধসে গেছে আরও দুটি জায়গা। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণেই এই অবস্থা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বল্লা নারিকেলতলা মোড় থেকে সেগুনবাগান হয়ে কপোতাক্ষ নদ পর্যন্ত এক কিলোমিটার সড়কটি নির্মাণ করে। যশোর অঞ্চল গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তার জন্য ব্যয় ধরা হয়েছিল ১ কোটি ৪ লাখ ১০ হাজার ৩৫৯ টাকা। গত ৩০ মে রাস্তার কাজ শেষ হয়।

সোমবার বিকেলে সরেজমিনে দেখা যায়, বড় একটি গর্তে ঠিকাদারের লোকজন ইটের খোয়া ফেলছেন। গর্তটি গভীর ও বিস্তৃত। রাস্তার সিরার পুকুর এবং মোমরেজ আলীর বাড়ির পেছনের অংশেও ধস নেমেছে।

স্থানীয় বাসিন্দা মো. নজরুল ইসলাম বলেন, ‘শনিবার রাতে গিয়ে দেখি রাস্তা বসে গিয়ে বড় গর্ত হয়েছে। আমরা তালপাতার মাধ্যমে চিহ্ন দিয়ে রাখি, যাতে কেউ পড়ে না যায়।’

আরেক বাসিন্দা মো. মোস্তাফিজুর রহমান মনি বলেন, ‘রাস্তাটির কাজ একদম ভালো হয়নি। শেষ হওয়ার সপ্তাহ না যেতেই নষ্ট হতে শুরু করল। এখনই পিচ উঠে যাচ্ছে।’

তবে রাস্তা নির্মাণকারী প্রতিষ্ঠান মেসার্স হৃদয় কনস্ট্রাকশনের অংশীদার নাজমুল ইসলাম তুষার দাবি করেন, ‘কাজ খারাপ করা হয়নি। সব কাজ ইঞ্জিনিয়ার অফিসের উপস্থিতিতে হয়েছে। গর্তের জায়গায় নিচের কার্লভাট সরে যাওয়ায় এমনটা হয়েছে।’

ঝিকরগাছা উপজেলা প্রকৌশলী মো. সায়ফুল ইসলাম মোল্লা বলেন, ‘বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থলে গিয়েছি। সেখানে নিচে থাকা একটি পাইপ এবং আরেক জায়গায় সোল্ডার ভেঙে পানি জমার কারণে সমস্যা হয়েছে। এগুলো ঠিক করে দেওয়া হবে। রাস্তার কাজে কোনো অনিয়ম হয়নি, শিডিউল অনুযায়ী কাজ হয়েছে।’

যশোরে সোনার ১০টি বারসহ আটক ২

চৌগাছায় শিক্ষার্থীদের বহনকারী ইজিবাইক-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে আহত ৮

যশোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ২

ছুটিতে এলাকায় যাওয়া পুলিশ সদস্য তিন দিন ধরে নিখোঁজ

যশোর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী প্যানেলের নিরঙ্কুশ জয়

যশোরে ভাঙারি ব্যবসায়ীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ, অস্ত্র-গুলি উদ্ধার

কানাডার ভিসা-চাকরির প্রলোভন দেখিয়ে ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সংঘর্ষের পর যবিপ্রবি ক্যাম্পাস থমথমে, সেই দোকানদার আটক

যশোরে ফেনসিডিলের মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

যশোর সার্কিট হাউস থেকে ভুয়া অতিরিক্ত সচিব আটক