হোম > সারা দেশ > যশোর

বেনাপোল বন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি স্বাভাবিক

বেনাপোল (যশোর) প্রতিনিধি  

বেনাপোল বন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি । ছবি: আজকের পত্রিকা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ থাকলেও যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে।

আজ বুধবার (২১ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত পাঁচ ট্রাক মাছ ভারতে রপ্তানি ও ভারত থেকে ১৫ ট্রাক বিভিন্ন ধরনের মাছ আমদানি হয়েছে।

বেনাপোল মৎস্য অফিসের ইন্সপেক্টর আসওয়াদুল আলম জানান, তাঁরা পত্রপত্রিকায় দেখেছেন আখাউড়া দিয়ে ভারতে মাছ রপ্তানি হচ্ছে না। তবে বেনাপোল বন্দর দিয়ে মাছ রপ্তানি ও আমদানি স্বাভাবিক রয়েছে। আজ দিনভর পাঁচ ট্রাক সামুদ্রিক মাছ ভারতে রপ্তানি ও ভারত থেকে আনুমানিক ১৫ ট্রাকের মতো মাছ আমদানি হয়েছে।

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, দেশের ১৪টি বন্দরের মধ্যে মাত্র বেনাপোল ও আখাউড়া বন্দর দিয়ে মাছ রপ্তানির অনুমতি রয়েছে। তবে আজ আখাউড়া বন্দর দিয়ে মাছ রপ্তানি না হলেও বেনাপোল বন্দর দিয়ে মাছ রপ্তানি স্বাভাবিক আছে।

কিন্তু ভারত সরকার সম্প্রতি বাংলাদেশ থেকে তৈরি পোশাকসহ স্থলপথে ছয়টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতমুখী রপ্তানি বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে। এতে বৈদেশিক মুদ্রা আয় কমেছে।

বেনাপোল বন্দর দিয়ে বর্তমানে রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে কাঁচা পাট ও পাটজাত পণ্য, মাছ, রড, সিমেন্ট, ভোজ্যতেল, প্রক্রিয়াজাত খাবার, কেমিক্যাল, মেহগনি ফল, শুঁটকি ইত্যাদি।

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

যশোরে দুটি আসনে বিএনপির প্রার্থীসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল

খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হয়ে পড়া যুবকের মৃত্যু