হোম > সারা দেশ > যশোর

চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে শিশু চুরির অভিযোগ

প্রতিনিধি, যশোর 

যশোরে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে চার বছরের এক শিশু চুরির অভিযোগ উঠেছে। পুলিশের সহায়তায় শিশুটিকে তাঁর অভিভাবকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। নাইমুল হাসান তাসফিয়ান নামের শিশুটি শহরতলির শেখহাটি এলাকার আকিদ হোসেন শিমুলের ছেলে। শিশু চুরির অভিযোগে অভিযুক্ত এক নারীকে আটক করা হয়েছে। 

শিশু তাসফিয়ানের বাবা আকিদ হাসান জানান, শনিবার বিকেলে শিশুটি শেখহাটি শফিয়ার রহমান মডেল একাডেমির সামনে খেলা করছিল। একপর্যায়ে সে নিখোঁজ হয়। রাত সাড়ে আটটার দিকে খবর আসে শহরের বকচরে এলাকাবাসী সন্দেহের বশে আমেনা খাতুন ওরফে মুক্তাকে এক শিশুসহ আটক করেছে। পরে সেখানে গিয়ে তিনি নিজ সন্তানকে শনাক্ত করেন। 

যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) শেখ তাসমিম আলম বলেন, রাত সাড়ে আটটার দিকে বকচর এলাকাবাসী আমেনা খাতুনকে সন্দেহ করেন। এ সময় তাঁরা জেরা করলে অসংলগ্ন কথা বলেন আমেনা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এর আগেই শিশুটির পিতা কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সব মিলিয়ে খোঁজ খবর নিয়ে আমরা শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করি। 

শেখ তাসমিম আলম আরও বলেন, অভিযুক্ত আমেনা খাতুনকে আটক করা হয়েছে। তিনি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শাহাপুর গ্রামের বিল্লাল হোসেন ওরফে হাফিজুরের স্ত্রী। আমেনা যশোর শহরের বারান্দিপাড়া এলাকায় ভাড়া থাকেন।  

যশোরে আচরণবিধি লঙ্ঘন করে নেতা-কর্মীদের শোডাউন, বিএনপি প্রার্থীকে শোকজ

বেনাপোলে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য

দুদকের জালে এমপি মন্ত্রী আমলা

জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটিয়েছি রাজাকারের আস্ফালন দেখার জন্য নয়: মেঘমল্লার বসু

যশোরে বাবার সামনেই ছুরিকাঘাতে ছেলেকে হত্যা

যশোর কারাগারে আত্মহত্যা করেছেন ‘দেশসেরা উদ্ভাবক’ মিজান

যশোরে বিএনপি অফিসে হামলা: আ.লীগ নেতা কারাগারে

শীতের রোগে শয্যাসংকট

চুরির দায়ে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর এক দিন পরই পালাল কিশোর

সারসংকট নিরসনসহ ৫ দফা কৃষক খেতমজুর সমিতির, যশোর ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি