হোম > সারা দেশ > যশোর

চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে শিশু চুরির অভিযোগ

প্রতিনিধি, যশোর 

যশোরে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে চার বছরের এক শিশু চুরির অভিযোগ উঠেছে। পুলিশের সহায়তায় শিশুটিকে তাঁর অভিভাবকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। নাইমুল হাসান তাসফিয়ান নামের শিশুটি শহরতলির শেখহাটি এলাকার আকিদ হোসেন শিমুলের ছেলে। শিশু চুরির অভিযোগে অভিযুক্ত এক নারীকে আটক করা হয়েছে। 

শিশু তাসফিয়ানের বাবা আকিদ হাসান জানান, শনিবার বিকেলে শিশুটি শেখহাটি শফিয়ার রহমান মডেল একাডেমির সামনে খেলা করছিল। একপর্যায়ে সে নিখোঁজ হয়। রাত সাড়ে আটটার দিকে খবর আসে শহরের বকচরে এলাকাবাসী সন্দেহের বশে আমেনা খাতুন ওরফে মুক্তাকে এক শিশুসহ আটক করেছে। পরে সেখানে গিয়ে তিনি নিজ সন্তানকে শনাক্ত করেন। 

যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) শেখ তাসমিম আলম বলেন, রাত সাড়ে আটটার দিকে বকচর এলাকাবাসী আমেনা খাতুনকে সন্দেহ করেন। এ সময় তাঁরা জেরা করলে অসংলগ্ন কথা বলেন আমেনা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এর আগেই শিশুটির পিতা কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সব মিলিয়ে খোঁজ খবর নিয়ে আমরা শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করি। 

শেখ তাসমিম আলম আরও বলেন, অভিযুক্ত আমেনা খাতুনকে আটক করা হয়েছে। তিনি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শাহাপুর গ্রামের বিল্লাল হোসেন ওরফে হাফিজুরের স্ত্রী। আমেনা যশোর শহরের বারান্দিপাড়া এলাকায় ভাড়া থাকেন।  

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড