হোম > সারা দেশ > যশোর

বাবার সঙ্গে যাচ্ছিলেন প্রশিক্ষণ কেন্দ্রে, পথে বাসের ধাক্কায় প্রাণ গেল মেয়ের

চৌগাছা প্রতিনিধি  

প্রতীকী ছবি

যশোরের চৌগাছায় বাসের চাকায় পিষ্ট হয়ে আফিয়া ইসলাম মৃধা (২২) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া তাঁর বাবা মহিদুল ইসলাম মৃধা (৫৮) আহত হয়েছেন। আজ সোমবার (২৩ জুন) সকাল পৌনে ৯টার দিকে চৌগাছা শহরের কপোতাক্ষ ব্রিজের অ্যাপ্রোচ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফিয়া চৌগাছা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কংশারীপুর মহল্লার মহিদুল ইসলাম মৃধার মেয়ে। তিনি শহরের মৃধাপাড়া মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাবা মহিদুল ইসলাম একই কলেজের নাইট গার্ড হিসেবে কর্মরত।

আহত মহিদুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, আফিয়া চৌগাছা উপজেলা পরিষদের মধ্যে উপজেলা যুব উন্নয়ন অফিসের একটি ভ্রাম্যমাণ বাসে দেড় মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছিলেন। প্রতিদিনের মতো আজ সকালে বাবার সঙ্গে মোটরসাইকেলে চড়ে তিনি প্রশিক্ষণ নিতে যাচ্ছিলেন। সকাল পৌনে ৯টার দিকে কপোতাক্ষ ব্রিজ পার হয়ে শহরের দিকের অ্যাপ্রোচ সড়কে পৌঁছানোর পর পেছন থেকে মহেশপুর থেকে ছেড়ে চৌগাছার দিকে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলের পেছন থেকে ধাক্কা দেয়। মোটরসাইকেলে থাকা আফিয়া সিটকে সড়কে পড়লে তাঁর ওপর দিয়ে বাসের চাকা উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। স্থানীয় বাসিন্দারা তাঁর লাশ ও আহত মহিদুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আফিয়াকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে মহিদুলকে বাড়িতে পাঠানো হয়। এদিকে দুর্ঘটনার পর চালক নুরুল ইসলাম বাসটি ফেলে পালিয়েছেন। পরে বাসটি থানা-পুলিশ হেফাজতে নেয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সড়ক নিরাপত্তা আইনে চৌগাছা থানায় মামলা রেকর্ড হয়েছে। বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। পলাতক চালক নুরুল ইসলামকে গ্রেপ্তারে পুলিশ অভিযানে রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি