হোম > সারা দেশ > যশোর

‘বাসর ঘরে’ ফুটে উঠল ফ্যাসিবাদী শাসনের মর্মন্তুদ চিত্র

­যশোর প্রতিনিধি

ফ্যাসিবাদী শাসনের আমলের নির্মম নির্যাতনের বাস্তব প্রতিচ্ছবি নিয়ে যশোরে নাটক মঞ্চস্থ হয়। ছবি: আজকের পত্রিকা

ফ্যাসিবাদী শাসনের আমলের নির্মম নির্যাতনের বাস্তব প্রতিচ্ছবি নিয়ে যশোরে মঞ্চস্থ হলো ‘বাসর ঘর’। গতকাল শনিবার রাতে যশোর শিল্পকলা একাডেমির মিলনায়তনে জিয়া স্মৃতি পাঠাগারের আয়োজনে এই নাটক মঞ্চস্থ হয়। গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জেলা বিএনপির গৃহীত কর্মসূচির অংশ হিসাবে এই হৃদয়স্পর্শী নাটকটি পরিবেশিত হয়। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন মাসউদ জামান।

ফ্যাসিবাদী সরকারের আজ্ঞাবহ পুলিশ কীভাবে তাদের এই ফ্যাসিবাদী হতে সহযোগিতা করেছে, এবং দেশের গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে দমনের জন্য লোমহর্ষক নির্যাতন চালিয়েছে, তারই এক জ্বলন্ত বাস্তব প্রতিচ্ছবি ফুটে উঠেছে ‘বাসর ঘর’ নাটকে। নাটকটি ফ্যাসিবাদী শেখ হাসিনার ১৭ বছরের ভয়ংকর ক্রাসের রাজত্বের বাস্তব প্রতিচ্ছবি অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তোলে। নাটকের প্রতিটি পরতে মিশে আছে বিগত ১৭ বছরের ফ্যাসিবাদী শেখ হাসিনার অবৈধ শাসনামলে রাজনৈতিক দল বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের ওপর ঘটে যাওয়া নির্মম নির্যাতনের বাস্তব প্রতিচ্ছবি।

বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত ও জেলা প্রশাসক আজহারুল ইসলাম নিজেও দর্শক সারিতে বসে নাটকটি উপভোগ করেন। নাটকটি দেখতে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও শিল্পকলা একাডেমিতে ভিড় জমান। নাটকের প্রতিটি দৃশ্যের সাথে বিগত ১৭ বছরে তাদের নিজেদের জীবনের ওপর দিয়ে ঘটে যাওয়া বাস্তবতার মিল খুঁজে পেয়েছেন অনেকে। অনেকেই নিজেদের অজান্তেই চোখের নোনা জলে ভিজিয়েছেন চোখ।

ফ্যাসিবাদী শাসনের আমলের নির্মম নির্যাতনের বাস্তব প্রতিচ্ছবি নিয়ে যশোরে নাটক মঞ্চস্থ হয়। ছবি: আজকের পত্রিকা

নাটকে অভিনয় করেন সোহেল রানা, মাসউদ জামান, রুকাইয়া আলম, স্বপন দাস, মারুফ হোসেন, শামসুদ্দিন হোসাইন, আলমগীর হোসেন, ইফতেখার তাহসিন, হাসিবুর রহমান, রিফাত মাহমুদ, আনিসুর রহমান, পিয়াস মণ্ডল, ইব্রাহিম খলিল, তানভীর হাসান ও শাহিদুর রহমান।

নাটক প্রদর্শন শেষে জেলা প্রশাসক আজহারুল ইসলাম বলেন, ‘নাটকেই ফুঁটে উঠেছে বিগত সরকারের শাসন আমলেও প্রতিচ্ছিবি। নাটকটি হৃদয়স্পৃশি। কিভাবে একের পর এক গুম, নির্যাতন সেটা ফুঁটিয়ে তুলেছে নিদের্শক। যারা নাটকটিতে অভিনয় করেছেন এবং এর পিছনে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’

ফ্যাসিবাদী শাসনের আমলের নির্মম নির্যাতনের বাস্তব প্রতিচ্ছবি নিয়ে যশোরে নাটক মঞ্চস্থ হয়। ছবি: আজকের পত্রিকা

বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নাটকটি শুরু হয় একটি নবদম্পতির নতুন জীবনের স্বপ্ন বোনা হয়, সেখানেই নেমে আসে ঘোর অন্ধকার। নববিবাহিত স্ত্রীর সামনে থেকে তুলে নেওয়া হলো এক ছাত্রনেতাকে। থানায় গিয়ে নববধূর আকুল আবেদনও কোনো কাজে এলো না; কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদেরকে তালিয়ে দেয়। এরপর বছরের পর বছর আয়না ঘরে চলে নির্যাতন। এটি নাটক হলেও ছিলো বিগত সরকারের শাসনব্যবস্থা। বছরের পর বছর এভাবেই ছাত্র জনতা বিশেষ করে ভিন্নমতের রাজনীতি করার কারণে হাজার হাজার নেতাকর্মী গুম খুনের নির্যাতনের শিকার হয়েছে। আমরা ছাত্র জনতার গণঅভ্যুন্থানে একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সবাইকে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করতে হবে। এই চেতনার মাধ্যমে দুর্নীতিমুক্ত, সুখী-সমৃদ্ধ ও বৈষম্যহীন জাতি গঠনে আমাদের সকলের প্রত্যয় থাকবে।’

জানতে চাইলে নাটকটির নির্দেশক মাসউদ জামান বলেন, ‘নাটকটিতে বিগত ১৭ বছরের আওয়ামী শাসনব্যবস্থার বাস্তব প্রতিচ্ছবি ফুঁটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। দেশের গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে দমনের জন্য লোমহর্ষক নির্যাতন চালিয়েছে সেটা তুলে ধরা হয়েছে।’

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

তীব্র শীতে নাকাল জনজীবন

কর্মসূচি থেকে ফেরার পথে পিকআপের ধাক্কায় জামায়াত নেতা নিহত

যশোরে জোট নয়, বিএনপি থেকে প্রার্থীর দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ: স্ট্রোক করা মিজানকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন স্ত্রী ও শ্যালক, মারা গেলেন সবাই

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, ঠান্ডা বাতাসে দুর্বিষহ জীবন

যশোর বিএনপি : ৩ আসনে প্রার্থী বদল, মাঠে বঞ্চিত ১০ জন

যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

যবিপ্রবির প্রথম উপাচার্য রফিকুল ইসলাম মারা গেছেন

যশোরে ১৯ মামলার আসামি ‘ত্রাস সোহাগ’ গ্রেপ্তার