যশোরের চৌগাছায় এক শিশুকে (৭) ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে আটক করা হয়েছে। গতকাল বুধবার (১১ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তি একই এলাকার মৃত করিম বক্সের ছেলে মিজানুর রহমান (৬০)।
হাসপাতালে সাংবাদিকদের শিশুটির মা জানান, তাঁর মেয়ে বাড়ির পাশে খেলছিল। শিশুটিকে একা পেয়ে মিজানুর তাকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করেন। এরপরে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে কান্না করছিল। পরে তার কাছ থেকে ঘটনা শুনে হাসপাতালে আনা হয়।
চৌগাছা সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুরাইয়া পারভীন জানান, শিশুটির গোপনাঙ্গ থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তার অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।