বেনাপোল (যশোর) প্রতিনিধি
যশোরের শার্শা সীমান্ত থেকে বিরল প্রজাতির একটি মেছো বিড়াল উদ্ধার করেছে বন বিভাগ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বুঝতলা গ্রামে স্থানীয়রা বাঘটি ধরে উপজেলা প্রশাসনকে খবর দেন। পরে বন বিভাগের কর্মকর্তারা এসে বাঘটি উদ্ধার করেন।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান জানান, উদ্ধারকৃত মেছো বিড়ালটিকে প্রাথমিক চিকিৎসা শেষে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।
এদিকে বিরল এই প্রাণীটিকে একনজর দেখতে গ্রামজুড়ে ভিড় জমায় উৎসুক জনতা।