হোম > সারা দেশ > যশোর

ভারতে জেল খেটে ফিরল ৭ যুবক

বেনাপোল (যশোর) প্রতিনিধি  

ভারত থেকে ফেরত আসা যুবকেরা। গতকাল শনিবার সন্ধ্যায় যশোরের বেনাপোল স্থলবন্দরে। ছবি: সংগৃহীত

ভালো কাজের প্রলোভনে পাচারের শিকার সাতজনকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা যুবকেরা হলেন—যশোর জেলার শার্শা উপজেলার যাদবপুর গ্রামের রবিউল ইসলাম ও চালতেবাড়িয়া গ্রামের আলামিন হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার নবীনগর এলাকার ফয়সাল, বরিশালের কলাবাড়িয়া গ্রামের মিন্টু বাড়ই, মাদারীপুর সদর উপজেলার রাজর গ্রামের আয়নাল মাতবর, শরীয়তপুর জেলার কানার বাজার উপজেলার ডাকসিন বিলাসখান গ্রামের রিপন খলিফা ও নড়াইল জেলার কালিয়া উপজেলার শুকতা গ্রামের শহিদুল শেখ।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিলুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ভারতে পাচার হাওয়া বাংলাদেশি যুবকদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাঁদের আইনি সহায়তা দিতে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি বেসরকারি সংস্থা (এনজিও) সংস্থা গ্রহণ করবে।

জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল মুহিত হোসেন বলেন, ভালো কাজের প্রলোভনে পড়ে যুবকেরা দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যান। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হন তাঁরা। পরে একটি মানবাধিকার সংস্থা তাঁদের দমদম কারাগার থেকে ছাড়িয়ে আশ্রয়কেন্দ্রে রাখে। দুই দেশের আলোচনার মাধ্যমে এসব যুবক দেশে ফেরার সুযোগ পান।

কেশবপুরে অস্ত্র-মাদকসহ স্বেচ্ছাসেবক ও যুবদলের চার নেতা-কর্মী গ্রেপ্তার

যশোরে সোনার ১০টি বারসহ আটক ২

চৌগাছায় শিক্ষার্থীদের বহনকারী ইজিবাইক-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে আহত ৮

যশোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ২

ছুটিতে এলাকায় যাওয়া পুলিশ সদস্য তিন দিন ধরে নিখোঁজ

যশোর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী প্যানেলের নিরঙ্কুশ জয়

যশোরে ভাঙারি ব্যবসায়ীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ, অস্ত্র-গুলি উদ্ধার

কানাডার ভিসা-চাকরির প্রলোভন দেখিয়ে ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সংঘর্ষের পর যবিপ্রবি ক্যাম্পাস থমথমে, সেই দোকানদার আটক

যশোরে ফেনসিডিলের মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড