হোম > সারা দেশ > যশোর

যশোরে ধর্ষণের শিকার সেই শিশুর চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান

­যশোর প্রতিনিধি

যশোরে ধর্ষণের শিকার শিশুকে বিএনপির চিকিৎসা সহায়তা। ছবি: আজকের পত্রিকা

যশোরের চৌগাছায় ধর্ষণের শিকার সাত বছরের সেই শিশুর চিকিৎসা সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালে শিশুটিকে দেখতে গিয়ে তারেক রহমানের পক্ষে চিকিৎসা সহায়তা তুলে দেন বিএনপির নারী ও শিশু নির্যাতন সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়ক ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।

এ সময় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলা বিএনপি, ড্যাব যশোরের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় নির্যাতিত শিশুটির চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি চিকিৎসায় দায়িত্বরত চিকিৎসক, নার্স ও আইনি সহায়তায় নিয়োজিত আইনজীবীদের সঙ্গে কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। একই সঙ্গে তাঁদের তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

পরে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘দেশে যেকোনো জায়গায়, যেকোনো ক্রাইসিসে বিএনপির নেতা-কর্মীরা এগিয়ে এসেছে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। গণমাধ্যমে যখন শিশুটির ধর্ষণের শিকার হওয়ার খবর পান, তখনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতা-কর্মীদের নির্দেশ দেন শিশুটির চিকিৎসা নিশ্চিতের। আমরা শিশুটির চিকিৎসা ও আইনি সহায়তা যাতে নিশ্চিত হয়, সেই লক্ষ্যেই এখানে এসেছি।’

আর্থিক সহায়তা গ্রহণকালে শিশুটির মা কান্নায় ভেঙে পড়েন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার মেয়ের ওপর যে নির্যাতন চালানো হয়েছে, সেটা যেন অন্য কোনো শিশুর ওপর না ঘটে।’

কেশবপুরে অস্ত্র-মাদকসহ স্বেচ্ছাসেবক ও যুবদলের চার নেতা-কর্মী গ্রেপ্তার

যশোরে সোনার ১০টি বারসহ আটক ২

চৌগাছায় শিক্ষার্থীদের বহনকারী ইজিবাইক-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে আহত ৮

যশোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ২

ছুটিতে এলাকায় যাওয়া পুলিশ সদস্য তিন দিন ধরে নিখোঁজ

যশোর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী প্যানেলের নিরঙ্কুশ জয়

যশোরে ভাঙারি ব্যবসায়ীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ, অস্ত্র-গুলি উদ্ধার

কানাডার ভিসা-চাকরির প্রলোভন দেখিয়ে ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সংঘর্ষের পর যবিপ্রবি ক্যাম্পাস থমথমে, সেই দোকানদার আটক

যশোরে ফেনসিডিলের মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড