হোম > সারা দেশ > যশোর

যশোরে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৩

­যশোর প্রতিনিধি

প্রতীকী ছবি

যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বেতালপাড়া বাজারে এ ঘটনা ঘটে। এতে অন্তত ৩ জন আহত হন।

আহত ব্যক্তিরা হলেন বেতালপাড়া গ্রামের শামছুদ্দিন মণ্ডলের ছেলে ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবুল মণ্ডল (৫৫), জামায়াতের কর্মী ও একই গ্রামের লাল চাঁদ বিশ্বাসের ছেলে ছুরমান বিশ্বাস (৫৭) ও ছুরমানের ছেলে মোমিন হোসেন (২৫)। সংঘর্ষের জের ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জহুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তালেব বলেন, ‘ঘটনার পর বাবুলের লোকজন ধাওয়া করে মোমিন ও তাঁর বাবা ছুরমানকে খালিয়াকে এলাকা থেকে ধরে পুলিশকে খবর দেয়। কিন্তু পুলিশ তাঁদের ছেড়ে দেয়।’

জহুরপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মঞ্জুর কাদের বলেন, ‘বন্ধুপ্রতিম সংগঠন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ জামায়াত সম্পর্কে পুলিশের কাছে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিএনপি-জামায়াত উভয়পক্ষের লোকই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুনরায় সংঘাত এড়াতে পুলিশ সদস্যদের নিয়োজিত রাখা হয়েছে। তদন্ত চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে