হোম > সারা দেশ > যশোর

গৃহবধূকে হত্যা করে লাশ রাখা হয় লেপ-কাপড়ের বক্সে

­যশোর প্রতিনিধি

প্রতীকী ছবি

যশোরের বাঘারপাড়ায় নিজ ঘরের স্টিলের বক্স থেকে সুচিত্রা দেবনাথ (৫৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১১টার দিকে উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষনগর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে ওই নারীর স্বামী এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সুচিত্রার স্বামী তপন দেবনাথকে পুলিশ হেফাজতে নিয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে সুচিত্রা দেবনাথকে বাড়িতে দেখেছে প্রতিবেশীরা। এরপর তার স্বামী তপন সকালে যশোর শহরের উদ্দেশে রওনা হন। দুপুর ১২টার দিকে বাড়ি ফিরে এসে তিনি স্ত্রীকে কোথাও খুঁজে না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তিনি নিজ ঘরের টিনের দোচালা বসতঘরের ভেতরে রাখা কাপড়ের স্টিলের বক্স খুলে দেখতে পান, ভেতরে লেপ ও কাপড়ের নিচে স্ত্রীর নিথর দেহ। তখন তিনি থানায় খবর দেন। পুলিশ বলছে, সুচিত্রা দেবনাথকে ধারালো কিছু দিয়ে মাথা ও মুখে আঘাত করে হত্যা করা হয়। এরপর মরদেহ লুকাতে স্টিলের বক্সে রেখে কাপড় ও লেপ দিয়ে ঢেকে রাখা হয়। স্থানীয়দের অনেকেই জানান, নিহত সুচিত্রার সঙ্গে তার স্বামী তপন দেবনাথের পারিবারিক কলহ লেগেই থাকত।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে কলহ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী নিজেই হত্যা করে নাটক সাজিয়েছিলেন। স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক