হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে পৌনে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অভিযানে জব্দ ভারতীয় পণ্যের প্যাকেট। ছবি: সংগৃহীত

হবিগঞ্জে পৌনে তিন কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি গত শুক্রবার থেকে আজ রোববার পর্যন্ত টানা তিন দিন জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। এসব পণ্যের মধ্যে রয়েছে আইফোনের ডিসপ্লে, চকলেট, কসমেটিকস, ছাদের টালি টাইল্স, হিমায়িত গরুর মাংস, গাঁজা, বিয়ার, ইস্কাফ সিরাপ, ফুচকা, চিনি, বাইসাইকেল ও ট্রাক।

আজ দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথা জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চিমটিবিল বিওপির অধীনে একাধিক অভিযানে ১ কোটি ৬৭ লাখ ১৮ হাজার ১৭০ টাকা মূল্যের আইফোন ও অন্যান্য দামি ফোনের ডিসপ্লে ও চকলেট আটক করা হয়। একই সময়ে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় পৃথক দুটি অভিযানে আরও ১ কোটি ১৬ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস-টাইল্সের আড়ালে লুকায়িত অবস্থায় মাছের খাবারের আড়ালে লুকানো ভারতীয় হিমায়িত গরুর মাংস ও একটি ট্রাক জব্দ করা হয়। এ ছাড়া সিন্দুরখান, কাকমারাছড়া, দুধপাতিল, রাজেন্দ্রপুর ও তেলিয়াপাড়া বিওপি এলাকায় সাতটি অভিযান চালিয়ে ১ লাখ ৬৯ হাজার ৬৫০ টাকা মূল্যের ১২ কেজি গাঁজা, ১৮ বোতল বিয়ার, ৭৫ বোতল ইস্কাফ সিরাপ, ফুচকা, চিনি, রাবার ও বাইসাইকেল আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, তিন দিনের অভিযানে জব্দ করা মালামালের মূল্য ২ কোটি ৮৫ লাখ ৩৬ হাজার ৮২০ টাকা। তিনি আরও জানান, আটক মালামাল ও যানবাহন যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় ও জেলা কাস্টমসে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পৃথক মামলা করা হয়েছে।

প্রবাসীর বাড়ি থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

চাঁদাবাজির অভিযোগ, বহিষ্কৃত নেতাসহ তিনজন আটক

ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার