হোম > সারা দেশ > হবিগঞ্জ

শায়েস্তাগঞ্জে পাঁচ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় পাঁচ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। অভিযান শুরুর আগে হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা সরানোর জন্য মাইকিং করে। পূর্বঘোষণা অনুযায়ী অভিযান হওয়ায় কিছু দোকানপাট আগে থেকেই সরিয়ে নেওয়া হয়। 

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মাঈনুল ইসলাম বলেন, এই অভিযানে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার দুইটি দল ও র‍্যাব কাজ করেছে। আজকের মত অভিযান শেষ করা হয়েছে। তবে প্রয়োজন হলে অভিযান আরও বাড়ানো হতে পারে। 

শায়েস্তাগঞ্জ উপজেলার ইউএনও মো. মিনহাজুল ইসলাম বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশে আমরা অলিপুরে সরকারি জায়গায় উচ্ছেদ অভিযান করেছি। অলিপুর এখন শিল্পাঞ্চল হয়ে উঠেছে। কিন্তু মহাসড়কের পাশে দোকানপাট গড়ে ওঠায় হাজার হাজার শ্রমিক ঠিকমতো আসা যাওয়া করতে পারেন না। এ ছাড়া প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তাই অভিযান চালানো হয়েছে।’ 

ইউএনও আরও বলেন, সরকারি জায়গায় কোনোরকম অবৈধ স্থাপনা গড়ে উঠলে আমাদের এ অভিযান চলমান থাকবে। এ উচ্ছেদ অভিযানের পরও যদি অবৈধভাবে দোকানপাট কেউ গড়ে তোলেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

প্রবাসীর বাড়ি থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

চাঁদাবাজির অভিযোগ, বহিষ্কৃত নেতাসহ তিনজন আটক

ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার