হোম > সারা দেশ > হবিগঞ্জ

১০ কোটি টাকার অবৈধ সম্পদ, সাবেক এমপি জাহিরের বাড়িতে দুদকের নোটিশ

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের সাবেক এমপি জাহিরের বাড়ির দেয়ালে দুদকের নোটিশ। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. আবু জাহির ও তাঁর পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার পরিবারের ছয়জনের নামে পৃথক নোটিশ বাড়ির দেয়ালে টানিয়ে দেওয়া হয়।

তাঁরা হলেন–সাবেক এমপি মো. আবু জাহির, তাঁর স্ত্রী ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলেয়া আক্তার, মেয়ে আরিফা আক্তার মুক্তি, ছেলে ইফাত জামিল, ছোট ভাই মো. আল আমিন ও মো. বদরুল আলম।

নোটিশে বলা হয়েছে, আগামী ২১ দিনের মধ্যে যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি ও আয়ের উৎসের বিস্তারিত বিবরণ দুদকের হবিগঞ্জ কার্যালয়ে দাখিল করতে হবে, অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ২২ জানুয়ারি দুদকের আবেদনের ভিত্তিতে হবিগঞ্জের বিশেষ জজ আদালত আবু জাহির ও তাঁর পরিবারের নামে থাকা ১০ কোটির বেশি টাকার সম্পদ ক্রোকের আদেশ দেন। দুদকের অভিযোগ, তাঁদের নামে জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ১২ লাখ ৩৭ হাজার ৬৭৪ টাকার সম্পদের খোঁজ মিলেছে, যার মধ্যে বাড়ি, গাড়ি ও জায়গা রয়েছে।

এ বিষয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. এরশাদ মিয়া বলেন, অভিযুক্ত ব্যক্তিরা আত্মগোপনে থাকায় তাঁদের বাড়ির দেয়ালে নোটিশ টানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে আবু জাহির ও তাঁর পরিবারের সদস্যরা এলাকায় অনুপস্থিত। হবিগঞ্জ শহরের টাউন হল এলাকায় তাঁর বাসাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। তবে ৫ আগস্টের পর থেকে এক সপ্তাহের মধ্যে বাসাটিতে ভাঙচুর ও লুটপাট করা হয়।

হাদি হত্যা: হবিগঞ্জে পত্রিকা অফিসে হামলা, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর

হবিগঞ্জে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ১৪৪ ধারা জারি

দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার, ছিটকে পড়ে নিহত ১

হবিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

খাঞ্জা বিল দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

পরকীয়ার সন্দেহে ছুরিকাঘাতে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হবিগঞ্জে ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত

হবিগঞ্জে ট্রাকচাপায় নারী নিহত

হবিগঞ্জে রত্না বেইলি সেতু ভেঙে ট্রাক আটকা, দুর্ভোগে যাত্রীরা