হোম > সারা দেশ > হবিগঞ্জ

ঢাকা বিমানবন্দর থেকে হবিগঞ্জের আ.লীগ নেতা গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি

মো. আমজাদ আলী। ছবি: সংগৃহীত

সৌদি আরব যাওয়ার সময় হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের নেতা মো. আমজাদ আলীকে (৭০) গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

গ্রেপ্তার আমজাদ আলী সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এবং লস্করপুর ইউনিয়নের সুলতানশী গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘আমজাদ আলী ভোরে সৌদি আরব পালানোর জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। এ সময় সেখানে তাকে গ্রেপ্তার করা হয়।’

তিনি বলেন, ‘আমরা পুলিশের টিম পাঠিয়েছি তাকে নিয়ে আসার জন্য। আমজাদ আলী গত বছরের ২ আগস্ট হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা চালান বলে তদন্তে জানা গেছে। এ ঘটনায় আহত তাহির মিয়া গত ১৮ সেপ্টেম্বর সদর মডেল থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

পুলিশ ও স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে আমজাদ আলী এলাকায় ব্যাপক আধিপত্য বিস্তার করেন। গত ৫ আগস্ট সরকার পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন।

হবিগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশসহ আহত ২৫

হবিগঞ্জে মধ্যরাতে যুবকের লাশ উদ্ধার, পরিবার বলছে পরিকল্পিত হত্যা

পাচারের অর্থ আনার ক্ষমতা ‘এনজিও-নির্ভর’ সরকারের নেই: রেজা কিবরিয়া

ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল পিকআপ ভ্যান, চালক নিহত

হবিগঞ্জে মোবাইল বিক্রি নিয়ে ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

নবীগঞ্জে বাড়ির পাশের জমি থেকে যুবকের লাশ উদ্ধার, পরিবার বলছে ‘হত্যা’

হবিগঞ্জ সদর হাসপাতাল: মাংস বরাদ্দ ১৭০ গ্রাম, রোগীর পাতে যায় মাত্র ৭০ গ্রাম

নির্বাচনে ভালো মানুষ বাছাই না করলে দুর্নীতি বাড়বে: দুদক চেয়ারম্যান

হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

হবিগঞ্জে সওজের দেড় শতক জমি দখলমুক্ত